দৈনিকবার্তা-ফরিদপুর,১৪অক্টোবর : ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মায় বর্তমানে মা ইলিশ রাতের আধারে ধরছে এলাকার জেলেরা৷ দিনের বেলা ভ্রাম্যমান আদালতের অভিযানের ভয়ে জেলেরা বেঁধে নিয়েছে রাতে মা ইলিশ ধরার মহড়া৷
গত শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান ভ্রাম্যমান আদালতে প্রায় লক্ষাধিক টাকার ইলিশ মারার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়৷ এরপর থেকে জেলেরা গভীর রাতে মা ইলিশ মেরে পদ্মার পাড়ের বিভিন্ন গ্রামে ও ছোট-ছোট বাজারে ফেরি করে বিক্রি করছে৷ কঠোর অবরোধের ভিতর ও এখানকার পদ্মায় মা ইলিশ নিধন অব্যাহত রয়েছে৷ ফলে এ পদ্মায় মা ইলিশ আর রক্ষা করা যাচ্ছে না৷
এ ছাড়া সদরপুরের পদ্মা পয়েন্টের দিয়ারা নারিকেল বাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে উম্মুক্ত পদ্মায় আড়া-আড়ি বাঁধ দিয়ে অবাধে মা ইলিশ নিধন উত্সবে মেতে উঠেছে অসাধু জেলেরা৷ এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসার সজীব সাহা জানান, মা ইলিশ রক্ষার্থে শেষ রাত ও ভোররেও অভিযান চালাচ্ছি৷ গত ১০, ১২ ও ১৩ অক্টোবার অভিযান ১শ কেজি মা ইলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করেছি৷ এ ছাড়া অভিযান অব্যহত রয়েছে৷