দৈনিকবার্তা-ময়মনসিংহ, ১৪ অক্টোবর : ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সশস্ত্র ক্যাডার কর্তৃক জঙ্গি ছিনতাই এবং ভালুকা থানার অস্ত্র মামলায় ময়মনসিংহ আদালতে জেএমবির ১৯ সদস্যকে হাজির করা হয়েছে৷ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতের ৩ ও ৪ নম্বর আমলী আদালতে হাজির করা হয়৷
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷আদালত সূত্রে জানা যায়, আসামিদের জঙ্গি ছিনতাই এবং ভালুকা থানার অস্ত্র মামলায় শুনানি শেষে দুপুরেই ফের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়৷ জেএমবি সদস্যদের আদালতে হাজির করার আগে আদালত পাড়ার নিরাপত্তা জোরদারকরা হয়৷
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মাসে প্রিজন ভ্যানে করে ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ৩ জেএমবি সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডাররা ত্রিশালের সাইনবোর্ড এলাকায় আতিক নামে এক পুলিশ সদস্যকে হত্যা করে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়৷এ ঘটনায় ত্রিশাল থানা পুলিশ বাদী হয়ে একটি ও পরে অস্ত্র আইনে ভালুকা থানা পুলিশ অপর একটি মামলা দায়ের করে৷ এ দুটি মামলাতেই মঙ্গলবার ১৯ জঙ্গিকে আদালতে হাজির করা হয়৷