দৈনিকবার্তা-চট্টগ্রাম,১৪অক্টোবর : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি) চট্টগ্রাম আদালতে বোমা হামলা করার এক উড়ো হুমকি দিয়েছে৷ এ হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত পাড়ায়৷ কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেট মানস চৌধুরী নামের এক আইনজীবীকে ফোন করে বোমা হামলায় আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেন জেএমবির সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি৷ বিষয়টি তাত্ক্ষণিক তিনি পুলিশকে জানালে তা তদন্তে পুলিশ কাজ শুরু করে৷ বিষয়টি আদৌ সত্যি কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে৷
টেলিফোনে জেএমবি পরিচয় দিয়ে এক ব্যক্তির আত্মঘাতী বোমা হামলার হুমকি পেয়ে চট্টগ্রাম আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ৷চট্টগ্রাম আইনজীবী সামিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ জানান,মঙ্গলবার সকালেসংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মানস কুমার দাশকে টেলিফোনে এ হুমকি দেওয়া হয়৷ তিনি বলেন, সকালে মানসের মোবাইলে অপরিচিত একটি নম্বর (০১৬৮৩৬২৪৯৮১) থেকে ফোন করে আদালতে আত্মঘাতী বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়৷
মানস কুমার দাশ জানান,সকাল ৯টা ১৯ মিনিটে নিজের মোবাইল ফোনে তিনি ওই ফোন পান৷ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ব্যক্তি আমাকে বলে, সুইসাইড স্কোয়াড আজ আদালত ভবনে বোমা হামলা চালাবে৷তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিচারক ও পুলিশ প্রশাসনকে জানানোর পর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা৷
কতোয়ালির ওসি মহিউদ্দিন সেলিম বলেন,অ্যাডভোকেট মানস আমাদের অবহিত করেছেন৷তিনি বলেছেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক লোক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পরিচয় দিয়ে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে৷চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ বলেন, হুমকির বিষয়টি জানার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে৷
এছাড়া আদালত ভবন ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, আদালতের প্রবেশপথগুলোতে চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ যে কোনো ধরনের নাশকাতর বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি৷ যে েেফান থেকে হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে ফোন করে নম্বরটি বন্ধ পাওয়া যায়৷
এদিকে, বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির পর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে আদালত ভবনের নতুন এনেঙ্ ভবনের সামনে পুলিশ চেকপোস্টে অর্থসহ ওই ব্যক্তিকে আটক করা হয়৷ওই ব্যক্তির নাম মো. ইলিয়াস (৩২), তার সেলিম বলেন, তল্লাশির সময় ওই ব্যক্তির হাতে থাকা বাজারের থলের ভেতরে ৫৭ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া যায়৷এর আগে সকালে এক আইনজীবীকে ফোন করে জেএমবি সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক ব্যক্তি৷অভিযোগ পেয়ে আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ৷ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশি৷ওসি বলেন, এতোগুলো নগদ টাকা কেন সে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে৷