দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৪ : সাংহাই মাষ্টার্সের শিরোপা জিতলেন তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার৷ তুমুল প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফেদেরার ৭-৬ (৮/৬) ও ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন ফ্রান্সের অবাছাই জাইলস সিমোনকে৷ ফলে ২৩তম বারের মত এটিপি মাষ্টার্সের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন ফেদেরার৷চীনে আগে কখনও শিরোপা জিতেননি সাবেক নাম্বার ওয়ান ফেদেরার৷ তাই এবারের চীন সফরটি ফেদেরার জন্য ছিলো শিরোপার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন৷ আর সেই মিশনে শতভাগ সফল ফেদেরার৷ ঘুচিয়েছেন শিরোপার বন্ধ্যাত্ব৷
পুরো টুনর্ামেন্টেই দাপটের সাথে খেলেছেন ফেদেরার৷ দাপটে ভাবটা বেশি প্রদর্শন করেছেন সেমিফাইনালে৷ বর্তমান নাম্বার ওয়ান ও শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেন তিনি৷ ফাইনালেও সিমোনকে সরাসরি সেটে হারিয়েছেন ফেদেরার৷ কিন্তু বেশ ঘাম ঝড়াতে হয়েছে তাকে৷ সাথে সিমোনকেও৷ তারপরও ফাইনালে হার এড়াতে পারেননি সিমোন৷
১ ঘন্টা ৫৩ মিনিট স’ায়ী ফাইনাল ম্যাচটি জিতে ফেদেরার বলেন, এই প্রথমবারের মত চীনে কোন শিরোপা জিতলাম৷ তাই এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না৷ সিমোন খুবই ভালো টেনিস খেলেছে৷ তবে আমি হাল ছাড়িনি৷ তাই সাফল্য ধরা দিয়েছে আমাকে৷আর ফাইনাল হেরে হতাশ সিমোন বলেন, ফেদেরার সাথে এতক্ষণ লড়াই করতে পারবো ভাবিনি আমি৷ নিজের পারফরমেন্সে খুশী৷ তবে শিরোপার এত কাছে গিয়ে তা অর্জন করতে না পারাটা অনেক বেশি হতাশার৷