দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৪ : জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কঙ্বাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত৷দুদকের ওই মামলায় রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বদি৷
শুনানি নিয়ে মহানগর হাকিম মারুফ হোসেন বেলা সোয়া ১১টার দিকে বদির জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা বদির পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী মাহফুজুর রহমান লিখন৷ দুদকের পক্ষে ছিলেন কবির হোসাইন৷ বদির আইনজীবীরা জামিন চেয়ে শুনানিতে বলেন, সাংসদ নিচু জমি কিনে ভরাট করার পর জমির মূল্য বেড়ে গেছে, তিনি দুর্নীতি করেননি৷
দুদকের করা এই মামলায় গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান বদি৷ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সরকারদলীয় এই সাংসদের করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন৷ আগাম জামিনের মেয়াদ শেষে রোবাবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বদি৷ আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত৷
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক৷কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম দামি সম্পদকে বেশি দাম (এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা) দেখানোর অভিযোগে মামলাটি করেন দুদক ৷
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত ২১ অগাস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন৷এ মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়৷
বদি গত ১১ সেপ্টেম্বর এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান৷ ওই জামিনের মেয়াদ শেষে রোববার নতুন করে জামিন চাইতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি৷ এদিকে, সম্পদের তথ্য গোপনের মামলায় কঙ্বাজারের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কঙ্বাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে পথ আটকে বিক্ষোভ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা৷
রোববার বেলা সাড়ে ১২টা থেকে কোটবাজার, উখিয়া সদর স্টেশন,বালুখালী, পালংখালী হোয়াইক্যং, নয়া বাজার, মিনাবাজার টেকনাফ সদর স্টেশনসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা৷তাদের বিক্ষোভ-অবরোধের কারণে কঙ্বাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ ছিল৷উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিঠুন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইনাম হোসেন বলেন, সাংসদ বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার সমর্থকরা বিক্ষোভ দেখান৷