দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৪ : দেশের দুই লাখ পাঁচ হাজার ১৫ জন কৃষককে বিনা মূল্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার দেবে সরকার৷ এর মধ্যে উত্তরাঞ্চলের সামপ্রতিক উজানের ঢলে (বন্যা) ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ৮৬ হাজার ৪৭৫ জন ও দক্ষিণাঞ্চলের এক লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষক এ সুবিধা পাবেন৷ রোববার দুপুরে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ঘোষণা দেন৷
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুনর্বাসন হিসেবে এবং দক্ষিণাঞ্চলের কৃষকদের প্রণোদনা হিসেবে এ সুবিধা দেওয়া হবে৷ এতে মোট খরচ হবে ২৩ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা৷ বিনা মূল্যে বীজ ও সার বিতরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি৷উজানের ঢলে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো: টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী৷
মতিয়া চৌধুরী আরও জানান, ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলোতে মোট ৮৯ হাজার ৯২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এতে দুই লাখ ৩৪ হাজার ৮৩৭ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়, যার আর্থিক মূল্য ৬৯৫ কোটি টাকা৷ এ ছাড়া ঢলে চার লাখ ৯১ হাজার ১০২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷উত্তরে পুনর্বাসন ও দক্ষিণাঞ্চলে কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে সরকার৷ এই কর্মসূচির আওতায় ২৫ জেলার দুই লাখ পাঁচ হাজার কৃষককে বীজ ও সার প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷
মতিয়া চৌধুরী বলেন, দুই লাখ পাঁচ হাজার কৃষককে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, খেসারির বীজ ও সার প্রদান করা হবে৷ এই প্রকল্পে ব্যয় হবে ৩০ কোটি ৯৭ লাখ টাকা৷ এতে বোরো চাল উত্পাদন হবে ১৫ হাজার ৭৭৮ মেট্রিক টন চাল, গম ৩৩ হাজার ৬৯ মে.টন, ভুট্টা ২৩ হাজার ৮৫৮ মে.টন, সরিষা ৩ হাজার ৪৫৬ মে.টন, খেসারি ১ হাজার ৭৯২ মে.টন, ফেলন ডাল উত্পাদন হবে ১ হাজার ২৪২ মে.টন; যার আর্থিক মূল্য হবে একশ ৮৯ কোটি ৩৭ লাখ টাকা৷মন্ত্রী বলেন, উজান থেকে নেমে আসা ঢলে ১৩ জেলার ৩ লাখ ৭ হাজার ৮০৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অর্থের হিসাবে এই ক্ষতির পরিমাণ ৬৯৫ কোটি টাকা৷
মতিয়া চৌধুরী বলেন, উত্তরের টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম লালমনিরহাট ও নীলফামারী জেলার ৮৬ হাজার ৪৭৫ কৃষককে সহায়তা দেওয়া হবে৷অন্যদিকে, দক্ষিণাঞ্চলে কৃষকদের ফসল উত্পাদনে উত্সাহিত করার জন্য যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও গোপালগঞ্জ জেলার ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষককে সার ও বীজ দেওয়া হবে৷
মন্ত্রী বলেন, এই সহায়তা হয়ত অনেক বেশি নয়৷ সবটা সরকার করতে পারে না৷ আমরা কৃষকের কাছে আছি, পাশে আছি৷ এটা জানান দিচ্ছি৷তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়৷ অন্যরা এলে ঘাটতি হয়৷ এমন তো নয় যে, জমিজমা সব আকাশে উঠে যায়৷মন্ত্রী বলেন, প্লিজ, কৃষককে ছোট করবেন না৷ তারা আমাদের খাওয়ায়৷ আপনাদের যত খুশি, আমাকে নিয়ে লেখেন৷ আমাকে ডাম্পিং করেন৷আল্লাহর রহমত আর কৃষকের মেহনতে দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী৷সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এসএম নাজমুল ইসলাম, অতিরিক্ত সচিব আনোয়ার প্রমুখ৷