দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৪ : অনেক আগে বলেছিলেন,অভিনয়ের প্রস্তাব পেলে নিয়মিত অভিনয় করবেন৷ এবার সে ইচ্ছে পূরণ হলো সংগীতশিল্পী ফাতেমা-তুজ জোহরার৷ ধারাবাহিক নাটক মাতাল হাওয়া’য় অভিনয় করতে দেখা যাবে তাকে৷ এটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ৷
ফাতেমা-তুজ জোহরা অভিনীত প্রথম টিভি নাটকের নাম লাগুক দোলা’৷ ১৯৮৪ সালে বিটিভিতে প্রচারিত হয় এটি৷ এরপর এ পর্যন্ত প্রায় ১০টি একক নাটকে অভিনয় করেছেন বলে জানা যায়৷ মাতাল হাওয়ার’ মাধ্যমে এবারই প্রথম ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে৷নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, বিদ্যা সিনহা মিম, প্রাণ রায়, অপর্ণা, রওনক হাসান, অর্ষা, সুষমা, ম ম মোর্শেদ, ড. ইনামুল হক, কচি খন্দকার, রিফাত চৌধুরী প্রমুখ৷
পরিচালক মেহেদী বিন আশরাফ জানান, একটি পারিবারের কাহিনী নিয়ে রম্য ও প্রেমের নাটক এটি৷ নগরীর একটি কলোনীকে কেন্দ্র করে বিচিত্র সব পরিবারের কাহিনী উঠে এসেছে এতে৷ চ্যানেল আইতে ১৩ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে মাতাল হাওয়া৷