vasantek-large20141011104253

দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৪ :  রাজধানীর ভাসানটেকে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা৷ নিহত মো. নাসির হোসেন (২৫)পেশায় মাছ ব্যবসায়ী৷ তিনি পূর্ব ভাসানটেকের পিল মোহাম্মদ কলোনির আবদুল মতিন সরদারের ছেলে৷ ভাসানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী জানান, শুক্রবার রাতে পশ্চিম ভাসানটেকের গোলটেক এলাকায় বখাটেদের পিটুনিতে মারাত্মকভাবে আহত নাসির গভীর রাতে হাসপাতালে মারা যান৷

তিনি বলেন, নাসিরের এক মামাতো বোনকে স্থানীয় কিছু যুবক প্রায়ই উত্ত্যক্ত করতো৷ বৃহস্পতিবার বিকালে উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করলে নাসিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়৷ শুক্রবার সন্ধ্যার পরে নাসিরকে পশ্চিম ভাসানটেক এলাকায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই উত্ত্যক্তকারীরা৷ স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে নাসিরের মৃতু্য হয়৷এ ঘটনায় নিহতের বড় ভাই মোশারফ থানায় একটি মামলা করেছেন বলে জানালেও আসামিদের নাম জানাতে রাজি হননি এই পুলিশ পরিদর্শক৷আসামিদের ধরতে রাতেই পুলিশ অভিযান চালালেও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি৷নিহতের ভাই মোশারফ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, স্থানীয় বাবলু, কানা আলম ও মামুন তার মামাতো বোনকে উত্ত্যক্ত করতো৷