Pakistan-Malala-NobelPeacePrize_10-10-2014_162195_l

দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৪ : শানত্মিতে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই আগামী ডিসেম্বরে অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারত ও পাকিসত্মানের প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে৷ শিশু অধিকার নিয়ে কাজ করা ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে এ বছর যৌথভাবে শানত্মিতে নোবেল পেয়েছে ১৭ বছর বয়সী পাকিসত্মানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা৷

১৯৯৭ সালের ১২ জুলাই পাকিসত্মানের উত্তর-পশ্চিম সীমানত্ম প্রদেশের মিঙ্গোরা শহরে মালালার জন্ম৷ মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার নিয়ে কাজ করার অপরাধে ২০১২ সালে পাকিসত্মানের সোয়াত উপত্যকায় নিজ বাড়ির কাছে তালেবান জঙ্গি তার মাথায় গুলি করে৷ এরপর উন্নত চিকিত্‍সার জন্য তাকে যুক্তরাজ্যে আনা হয়৷ সেই থেকে সে যুক্তরাজ্যেই রয়েছে৷

মালালা এখন যুক্তরাজ্যের বার্মিংহামে বাস করছে৷ সেখানকার এজবাস্টন হাইস্কুলে সে পড়াশোনা করছে৷ শুক্রবার শানত্মিতে নোবেল পুরস্কার ঘোষণার সময় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানেই অবস্থান করছিল মালালা৷ স্কুল শেষে এক সংবাদ সম্মেলনে সে বলে,এই পুরস্কার আমার একার নয়, যেসব শিশু-কিশোরদের কথা বলার অধিকার হরণ করা হয়েছে তাদের সবার, যাদের কথা শোনা উচিত৷

মালালার নোবেল পুরস্কার পাওয়ার খবর পত্র-পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে৷ চির বৈরী দুটি প্রতিবেশী দেশ ভারত ও পাকিসত্মানের মধ্যে উত্তেজনার মধ্যে মালালার নোবেল পাওয়ার এ ঘটনা ঘটলো৷ সম্প্রতি ভারত ও পাকিসত্মানের কাশ্মীর সীমানত্মে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৭ বেসামরিক লোক নিহত হয়েছে৷মালালা তার সঙ্গে যৌথভাবে শানত্মিতে নোবেল পাওয়া ভারতের কৈলাস সত্যার্থীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে৷ একইসঙ্গে সে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিসত্মানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অনুরোধ জানিয়েছে৷এই কিশোরী আরও বলে, ‘পাকিসত্মান ও ভারতের সীমানত্মে উত্তেজনা চলছে৷ শুধুমাত্র শানত্মি, উন্নতি ও অগ্রগতির জন্য আমরা লড়াই করতে চাই৷

আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবক্তা বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃতু্যবার্ষিকীতে নরওয়ের রাজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে৷নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, শিশু-কিশোর ও তরম্নণ-তরম্নণীদের অবদমনের বিরম্নদ্ধে লড়াই এবং সকল শিশুর শিক্ষার অধিকার নিয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে৷

মালালা একটি বাঙ্ েওপর দিয়ে সংবাদ সম্মেলনের মঞ্চে উঠে৷ একপর্যায়ে ওই কিশোরি মজা করে বলে, নোবেল পুরস্কার কি আমার পরীক্ষায় পাস কিংবা আমার ছোট ভাইয়ের সঙ্গে তর্কের ক্ষেত্রে সহায়ক হবে৷ সে আবেগঘন কন্ঠে তার বাবার প্রতিও গভীর শ্রদ্ধা জানায়৷ পাকিসত্মানের সোয়াত উপত্যকার কিশোরী মালালা প্রথম সবার নজর কাড়ে ২০০৯ সালে৷ ওই সময় তার লেখা ডায়েরি বিবিসির উর্দু বিভাগে প্রকাশিত হয়৷ চরম কট্টরপন্থী তালেবানের অধীনে উত্তর-পশ্চিম পাকিসত্মানের নিপীড়িত নারীদের করুণ চিত্র ফুটে উঠে তার সেই লেখায়৷ মালালার নোবেল প্রাপ্তিতে তার জন্মস্থান মিঙ্গোরায় স্থানীয় বাসিন্দারা আনন্দ করছে৷ তারা নেচে-গেয়ে আর কেক কেটে মালালাকে অভিনন্দন জানাচেছন৷মিঙ্গোরায় মালালার সঙ্গে পড়তো আয়েশা খালিদ৷ সে জানায়, মালাল কেবল একাই এই পুরস্কার পায়নি৷ পাকিসত্মানের সব নারীরা এটা জিতেছে৷ সে আমাদের চোখের আলো ও আমাদের হৃদয়ের কন্ঠস্বর৷

আয়েশা খালিদ উলেস্নখ করে, মালালা প্রমাণ করেছে স্কুল উড়িয়ে দিয়ে তোমরা শিক্ষা বন্ধ করতে পারবে না৷শানত্মিতে নোবেল ঘোষণার পর মালালাকে ‘দেশের গর্ব’ বলে উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিসত্মানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, তার অর্জন অতুলনীয়৷ গোটা বিশ্বের ছেলেমেয়েদের তার সংগ্রাম ও অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যেতে হবে৷মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে অভিনন্দন জানিয়েছেন৷ জাতিসংঘ শিক্ষা সংস্থা ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা নোবেল শানত্মি পুরস্কার বিজয়ী দুই জনেরই ব্যাপক প্রশংসা করেছেন৷