timthumb

দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৪ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহান শাহ আকবরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন৷ শনিবার স্থানীয় শহীদ সাটু হলে চরঅনুপনগর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের এই পাঁচ শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে দলে বরণ করে নেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগদানকারীরা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং বিএনপির অগণতান্ত্রিক ও একনায়কতন্ত্র কার্যক্রমে বিরক্ত হয়েই আওয়ামী লীগে যোগদান করেছেন৷ অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷