দৈনিকবার্তা-ঢাকা,৪অক্টোবর : চিরপ্রতিদ্বন্দ্বী দুই কোরিয়ার শীর্ষস্থানীয় নেতারা আনুষ্ঠানিক আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে৷ দক্ষিণ কোরিয়ায় সফররত উত্তর কোরিয়ার নেতারা আলোচনায় বসতে রাজী হয়েছেন৷গত পাঁচ বছরে প্রতিদ্বন্দ্বী দুই দেশের নতৃস্থানীয় ব্যক্তিরা এই প্রথমবার মুখোমুখি হচ্ছেন৷দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে৷
শনিবার এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তর কোরিয়ায় যায় দক্ষিণ কোরিয়া৷ ইনচিয়নে গেমসের ১৭তম আসরে উ. কোরিয়ায় দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হুয়াং পিয়ং- সো দক্ষিণ কোরিয়ার রিইউনিফিকেশন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের অনুষ্ঠেয় সংলাপের বাইরে আর কোনো তথ্য জানা যায়নি৷অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে দুই দেশের মধ্যে সংলাপ শুরু হতে পারে৷ দুই দেশের মধ্যে বৈরিতা অবসানে আশার সঞ্চার করে বিরল এক সফরে দক্ষিণ কোরিয়া গেছে উত্তর কোরিয়ার একটি শীর্ষ প্রতিনিধি দল৷শনিবার এশিয়ান গেইমসের সমাপনি অনুষ্ঠানে যোগ দিতে প্রতিনিধি দলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছায়৷
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দুই শীর্ষ সহযোগী ওই দলে রয়েছেন৷ হোয়াং পেয়ং সো নামের এক সামরিক কর্মকর্তা প্রতিনিধি দলের েেনতৃত্ব দেন, যিনি সামরিক পোশাকেই সিউলের একটি বিমানবন্দরে অবতরণ করেন৷উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নেতা কিম ইয়াং গন প্রতিনিধি দলে রয়েছেন৷ তিনি বলেন, এশিয়ান গেইমস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উত্সব যাতে জাতিগুলোর সৌর্যবীর্য ও ঐতিহ্যের প্রকাশ ঘটে৷ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবারের প্রতিযোগিতায় খুব ভালো করেছে যা বিশ্ববাসীকে অত্যন্ত আনন্দ দিয়েছে৷প্রশান্ত অঞ্চলের দেশ দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত যুদ্ধাবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে৷ ১৯৫০ সালে তিন বছর ধরে সংঘাত চলার পর দেশ দুটি যু্দ্ধবিরতিতে পৌঁছলেও তাদের মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি ৷