তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দৈনিকবার্তা-ঢাকা,৩অক্টোবর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,লতিফ সিদ্দিকীর বক্তব্যের সাথে সরকার, দল বা জোটের কোন সম্পর্ক নেই৷ নিউইয়র্কে টাংগাইল সমিতির সাথে মতবিনিময়কালে দেয়া লতিফ সিদ্দিকীর বক্তব্য তার একানত্ম ব্যক্তিগত এবং এর দায়ভার তার নিজের৷হজ পালনরত তথ্যমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে একথা বলেন৷হাসানুল হক ইনু তার বিবৃতিতে আরো বলেন, সরকার ইসলামসহ কোন ধর্মের বিরুদ্ধে বা কোন ধর্মপ্রাণ নাগরিকের অনুভূতিতে আঘাতকারী কোন বক্তব্যকে কখনো সমর্থন করে না৷

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা সমন্বয়ে একশত ত্রিশজনের বিশেষ প্রতিনিধি দলসহ ১৫০৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৮হাজারেরও বেশী বাংলাদেশী নাগরিক বেসরকারিভাবে বরাবরের মত এ বছরেও সরকারের পৃষ্ঠপোষকতায় হজ পালন করছেন৷ ধর্মমন্ত্রী হজ পালন সম্পর্কিত বিষয়াদি সরাসরি তদারক করছেন৷

হাসানুল হক ইনু বলেন, লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তাকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল ও জোটের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধানত্ম নিয়েছেন৷তথ্যমন্ত্রী বলেন, যেহেতু লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধানত্ম নেয়া হয়েছে, তাই এনিয়ে বিভ্রানত্মির কোন সুযোগ নেই৷হজ পালনরত এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচছা জানিয়ে মন্ত্রী সকলকে আনন্দের সাথে ঈদ উত্‍সব পালনের আহ্বান জানান৷

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সভাপতি ইনু হজ পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন৷গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে৷ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত দুই ডজন মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে৷ বিএনপি এবং কয়েকটি ইসলামী সংগঠন ওই বক্তব্যের কারণে লতিফকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে৷ সেদিন নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী৷ আমি জামায়াতে ইসলামীরও বিরোধী৷তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷

ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়৷ এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন৷ এদের কোনো কাজ নাই৷ কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে৷ শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে৷