রাজাকার

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২ অক্টোবর : শিবগঞ্জে আওয়ামীলীগের একটি কমিটির সভাপতি পদে ১৯৭১সালের একজন কুখ্যাত রাজাকার থাকার কারনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর প্রতিকার চেয়ে জেলা পযর্ায়ের নেতা ও সংসদ সদস্যের কাছে আবেদন করা হয়েছে৷

গত ২২সেপ্টেম্বর বাংলাদেশের যুদ্ধাপরাধী মামলার প্রথম বাদী ও মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা গ্রামের (শহীদ মুসলিমউদ্দিন সহ ১৯৭১সালে রাজাকার ও আলবদর কর্তৃক ১৩জনকে একসংগে হত্যা করে একই গর্তে লাশ মাটিতে পুঁতে রেখেছিল৷ সেই ১৩ জনের মধ্যে একজনের ছেলে ) বদিউর রহমান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মইনউদ্দিন মন্ডল ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে৷

অভিযোগ থেকে জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি পদে ১৯৭১সালে একাধিক অপরাধের সাথে জড়িত কুখ্যাত রাজাকার সাতরশিয়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে মোহাঃ আরাশ উদ্দিন ডাকরু নাম রয়েছে৷ আবেদনে ১৯৭১সালের কৃখ্যাত এ রাজাকারকে কমিটি থেকে বাদ দিয়ে আওয়ামীলীগকে কলংঙ্ক মুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে৷ এ ব্যাপারে বক্তব্য জানতে শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোরে চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি৷