লক্ষ্মীপুরে ওমানি টুপি বুনিয়ে আলোর মুখ দেখছে শতাধিক পরিবার

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর,২অক্টোবর : লক্ষ্মীপুরে ওমানি টুপি বুনিয়ে সাবলম্বির পথে সনাতন ধর্মাবলম্বী ১শ” পরিবার ৷মেঘনা উপকূলীয় চরাঞ্চল আলেকজান্ডার বাজারের পাশে পন্ডিত পাড়াতে এসব পরিবারের মহিলা সদস্যদের হাতে কাজ করা এ টুপি যাচ্ছে ঢাকা-চট্রগ্রাম ও দেশের বাহিরে ওমানসহ বিভিন্ন দেশে৷

এখানকার তৈরীকৃত এসব টুপি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে ও রপ্তানী করা হচ্ছে ৷ সরকারী বা কোন দাতা সংস্থার সহযোগীতা পেলে এ পেশায় আরো বহু মহিলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশী আরো প্রচুর পরিমান বৈদেশীক মুদ্রা আয় করা সম্ভব ৷

লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের পাশে পন্ডিত পাড়াতে দীর্ঘ দিন থেকে চলছে টুপি বানানোর কাজ ৷ সংসারের কাজের ফাঁকে মহিলারা ও লেখা-পড়ার পাশা-পাশি স্কুল পড়ুয়া মেয়েরা টুপি বুনিয়ে বাড়তি টাকা রোজগার করছে৷ নিজেদের উদ্বেগে শতাদিক পরিবার টুপি বুনিয়ে সাবলম্বী হতে চলছে৷ একটি টুপি বুনতে সময় লাগে কারো এক সপ্তাহ কারো দুই সপ্তাহ৷ আর একটি টুপি বুনতে খরচ হয় ১৫০ থেকে ১৭০ টাকা ৷ বিকি্্র হয় ৫০০ থেকে ৫৫০ টাকা ৷ এখানকার তৈরী কৃত এসব টুপি ঢাকা চট্রগ্রাম সহ দেশের বাহিরে ্ওমান সহ বিভ্ন দেশে রপ্তানী করে বিদেশী মুদ্রা আয়ের পাশাপাশী দেশীয় অর্থনীতিতে রাখছে ধারুন ভুমিকা৷ তবে তাদের প্রত্যাশা সরকারি অথবা বেসরকারি সুযোগ সুবিধা পেলে এ শিল্প থেকে প্রচুর পরিমান বৈদেশীক মুদ্রা অর্জন করা সম্ভব হবে ৷