Sheikh+Hasina+Wajed+Bangladeshi+Prime+Minister+xEv7gUtvZAxl3

দৈনিকবার্তা-ঢাকা,২অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর ১০ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন৷প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৬ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন৷প্রধানমন্ত্রী ৬৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যান৷ তিনি সেখান থেকে ২৯ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান৷

প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন৷ ভাষণে তিনি বিশ্বে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ও বিশ্বের বিভিন্ন এলাকায় চরমপন্থীর উত্থানে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বিশ্বে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের রক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির সমপ্রীতি বিনষ্টকারী অশুভ শক্তিকে নির্মূল করতে হবে৷
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন৷ তিনি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের দেয়া সংবর্ধনা ও ভোজসভায়ও যোগ দেন৷

শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন-২০১৪ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের ন্যাশনাল এ্যাকশন এন্ড এম্বিশন এনাউন্সমেন্ট অধিবেশনে ভাষণ দেন৷ তিনি গেস্নাবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভের উচ্চ পর্যায়ের আলোচনায়ও অংশ নেন৷প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন৷ বৈঠকে তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করার জন্য একটি নতুন ব্যবসায়ী অংশীদারিত্ব সৃষ্টির আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন এবং জাতিসংঘ সদরদফতরে আনত্মর্জাতিক শানত্মিরক্ষা অভিযান সংক্রান্ত এক সম্মেলনেও যোগ দেন৷তিনি জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন৷প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ, বেলারুশের প্রধানমন্ত্রী মিখাল ভি মায়নিকোভিচ এবং নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সাথে পৃথক বৈঠক করেন৷এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন৷

এদিকে, আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্য নিয়ে তোলপাড়ের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন৷

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সামপ্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই এ সংবাদ সম্মেলন৷তবে স্বাভাবিকভাবেই এ সংবাদ সম্মেলনে আগ্রহের কেন্দ্রে থাকবে লতিফ সিদ্দিকী প্রসঙ্গ৷ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা এই জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার বিষয়ে সরকারের ভাষ্য সাংবাদিকরা সরকারপ্রধানের মুখ থেকেই শুনতে চাইবেন৷ জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা৷ সফর শেষে লন্ডন হয়ে তিনি দেশে পৌঁছান বৃহস্পতিবার সকালে৷

এরই মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে সরকারের পক্ষ থেকে গ্লোবাল আইসিটি এঙ্েিলন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার নেয়ার জন্য মেঙ্েিকা যাওয়ার পথে নিউ ইয়র্কে যান তথ্য-প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী৷ গত ২৮ সেপ্টেম্বর সেখানে প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি হজ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করলে শুরু হয় আলোচনা-সমালোচনা৷

নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী৷ আমি জামায়াতে ইসলামীরও বিরোধী৷তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷

ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়৷ এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন৷ এদের কোনো কাজ নাই৷ কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে৷ শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে৷

অনুষ্ঠান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন৷ জয় ভাই কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়৷ তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন৷হজ নিয়ে লতিফের বক্তব্যের প্রতিবাদে তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে পূজা-ঈদের পর কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি৷ তাকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করা না হলে ২৬ অক্টোবর হরতালের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ নামে একটি জোট৷

মঙ্গল ও বুধবার দিনভর গুঞ্জন চলার পর বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ ধরনের বক্তব্যকে কখনো সমর্থন করে না৷ এই বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে তাত্‍ক্ষণিক অব্যাহতি দিয়েছেন৷আওয়ামী লীগ নেতা হানিফ প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানালেও এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি৷

এরইমধ্যে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার সকালে সিলেটে এক ঘন্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী৷ বিমানবন্দরে কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি বৈঠকও করেন৷ওই বৈঠকের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য লন্ডনে অবস্থানকালেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন৷ এখন দল থেকেও তাকে অব্যাহতি দেয়া হবে৷সমালোচনার মধ্যে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, তিনি কোনো ধরনের চাপের মুখে পদত্যাগ করবেন না৷ তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব কাজ করবেন৷

লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হলে শেখ হাসিনার ৫১ সদস্যের মন্ত্রিসভা থেকে নয় মাসের মধ্যে এই প্রথম কেউ বাদ পড়লেন৷ সেক্ষেত্রে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন- তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন৷ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত তিনজনের মধ্যে সাহারা খাতুন থাকায় সেই গুঞ্জন আরো জোর পায়৷ শেখ হাসিনার গত সরকারে সাহারাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন৷