Kader2

দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: যানজট এড়াতে ঢাকার ভেতরে সোহরাওয়ার্দী উদ্যানের চারটি পয়েন্ট ছাড়া আর কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের৷বুধবার ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়৷ পরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে কাদের সাংবাদিকদের বলেন, ডিটিসিএ’র সভার সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে ও যানজট কমাতে সড়কের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের চারটি পয়েন্টে রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অনুমতি দেয়া হবে৷

এছাড়া কেবল সাপ্তাহিক ছুটির দিনেই ঢাকায় সভা সমাবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলে জানান মন্ত্রী৷তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি৷কাদের বলেন, রাজধানীর রাস্তায় মিছিল সমাবেশের কারণে যানজট তীব্র হয়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে৷ তাতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে৷তিন জানান, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি৷ তবে ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার সভা-সমাবেশ করা যাবে বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে৷ তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

সড়ক পরিবহনমন্ত্রী বলেন,রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র মিছিল মিটিং- র্যালি করা৷ তাই আমরা আন্তঃমন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিয়েছি যেন সারা বছর রাজধানীকে যানজটমুক্ত রাখা যায়৷ রাজধানীর যত্রতত্র পশুহাট বসানোর বিষয়ে তিনি বলেন, অনেক রাজনীতিবিদই এসব অবৈধ হাট বসানোর জন্য তদবির করছেন৷ তবে আমাদের সিদ্ধান্ত, কোনো তদবিরে কাজ হবে না৷ প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, রাজধানীর কোথাও চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না৷

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে৷ কোথাও দুই একটি পয়েন্টে অবৈধভাবে পশুহাট বসানোর চেষ্টা করা হয়েছিল৷ সেগুলো প্রশাসনের সহায়তায় উঠিয়ে দেওয়া হয়েছে৷তিনি বলেন, আগামী নভেম্বর মাসেই শুরু হবে ঝিলমিল থেকে গাজীপুর পর্যন্ত বিআরটিএ সড়ক নির্মাণ কাজ৷ এছাড়া ফেব্রুয়ারি মাস থেকে মেট্রোরেল নির্মাণের ফিজিক্যাল কাজ শুরু করারও আশ্বাস দেন মন্ত্রী৷

মৌচাক-মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পর্কে তিনি বলেন, এখানে কিছু সমস্যা ছিলো৷ তা নিরসন করা হয়েছে৷ আপতত এ এলাকার যানজট কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে৷ঘাটে ঘাটে চাঁদাবাজি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখনও কোথাও কোথাও চাঁদাবাজি হচ্ছে বলে সংবাদ মাধ্যমে দেখেছি৷ আমাদের সিদ্ধান্ত হয়েছে, যে করেই হোক চাঁদাবাজি বন্ধ করতে হবে৷এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা চান৷ কোথাও কোনো চাঁদাবাজির সংবাদ পেলে মন্ত্রণালয়কে জানাতেও অনুরোধ জানান মন্ত্রী৷

সড়কে চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তার ওপর বসানো অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হচ্ছে বলেও পরিবহনমন্ত্রী জানান৷ ২২০ কোটি টাকা ব্যয়ে এ মেট্রোরেল প্রকল্প হাতে নিয়েছে সরকার৷ ঢাকাকে যানজটমুক্ত করার প্রয়াস হিসেবে ২০১২ সালে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়৷ওবায়দুল কাদের বলেন, নগরীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে৷ এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার৷