দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: সিটি ব্যাংক এন এ বাংলাদেশ ও ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড এ্যাকশন্স (ইউডিডিআইপিএএন)-এর মধ্যে ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের ফলে সিটি ব্যাংক এন এ বাংলাদেশে তার ক্ষুদ্র ঋণ বিতরণ চ্যানেল সম্প্রসারণে সক্ষম হবে৷ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ এবং নির্বাহী পরিচালক ও ইউডিডিআইপিএএন-এর সিইও মো. এনামুল হক চৌধুরী বুধবার এখানে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন৷ সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়৷
রাশেদ মাকসুদ বলেন, ইউডিডিআইপিএএন-এর সঙ্গে আমাদের সম্প্রসারিত অংশীদারিত্বের ফলে সিটি ব্যাংক তৃণমূল পর্যায়ে কৃষকদের মাঝে ব্যাপক ক্ষুদ্র ঋণ বিতরণের সুযোগ পাবে৷ যা দেশের উন্নয়নে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে৷