দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি কর্তৃপক্ষ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করতে সম্মত হয়েছে৷ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ জানা গেছে, এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে৷
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফররত প্রতিনিধিদল বুধবার ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি পরিদর্শন করেন৷শিক্ষামন্ত্রীসহ প্রতিনিধি দলটি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ডিন, প্রফেসর ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন৷শিক্ষামন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন৷