3333_31947

দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: পূজা ও ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় এবং বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে বিক্ষিপ্ত যানজটে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও চট্টগ্রামের পথে গাড়ি চলছে ধীরগতিতে৷ কোরবানির ঈদ ও দুর্গাপূজার সরকারি ছুটি ৪ অক্টোবর শুরু হলেও তার আগে শুক্রবার থাকায় এবং স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পরিবারকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে শুরু করেছেন৷এ কারণে গত দুই দিনে সড়কে কোরবানির পশুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়েছে বলে মহাসড়ক পুলিশের সদস্যরা জানান৷

এর মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা কিংবা যানবাহন বিকল হলেই অল্প সময়ের মধ্যে সৃষ্টি হচ্ছে দীর্ঘ জট৷ ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষকে৷ গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনালে তাই বুধবার সকাল থেকে দেখা গেছে ঘরমুখো মানুষের ভীড়৷ তবে সময়মত বাস না ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে৷ কোরবানীর হাটের কারণে যানজট থাকায় বাস সময়মত ছাড়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷

এদিকে, অধিক যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগড় মহাসড়কে থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ এতে দুর্ভোগে পড়েছেন ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষ৷ঈদ উপলক্ষে সড়ক পথে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ৷ এ কারণে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যথেষ্ট ভিড় দেখা গেছে৷ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধমালম্বীরাও আনন্দ ভাগ করে নিতে স্বজনদের সাথে বাড়ি ফিরছে ৷ এদিকে, সড়কে যানযট থাকায় বেশ কিছু পরিবহণ কোম্পানির বাস গুলো উত্তরাঞ্চল থেকে ছেড়ে এলেও ঢাকায় আসতে পারছেনা বলে জানা গেছে৷ এমনিতেই সড়কে গাড়ি সংখ্যা বেশী তারপরেও অবৈধ পশুর হাট ও পশু পরিবহণের ট্রাকের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এতে সময় সূচি বিপর্যয়ের আশষ্কা করেছে কতর্ৃপক্ষ৷

বুধবার থেকে শুরু হয়েছে ঈদের স্পেশাল ট্রেন৷ তবে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি৷ সকাল থেকেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পূজার ছুটি শুরু হয়েছে আর বৃহস্পতিবারই ঈদের আগে শেষ কর্মদিবস৷ আগেই ছুটি নিয়ে বুধবারই রাজধানি ছেড়ে যান অনেকেই৷টিকেট হাতে থাকলেও নির্ধারিত সময়ে বাস না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের৷ শুরুতেই এমন ভোগান্তিতে অসন্তোষ যাত্রীদের অনেকেরই৷ তবে দুর্ভোগের মধ্যেও ঈদ উদযাপনে এই যাত্রায় উত্‍সাহের কমতি নেই শিশুদের৷

এদিকে,কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভীড় চোখে পড়েনি তবে কিছুটা হেরফের হলেও মোটামুটি সময়মতোই ছেড়ে যায় ট্রেনগুলো৷ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে, সময়ের একটু এদিক-ওদিক হলেও যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌছে দেয়ার দিকেই বেশি নজর দেয়া হচ্ছে৷ এদিকে, অনলাইনে টিকিট কিনে ভিক্ষুক দিয়ে তা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করানোর দায়ে শাহজাহান (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ৷বুধবার সকালে রাজধানীর মগবাজারের তরঙ্গ টেলিকম থেকে তাকে আটক করা হয়৷

কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ আটকের সত্যতা নিশ্চিত করেন৷তিনি বলেন, শাহজাহান দীর্ঘদিন ধরে রেলওয়ের ওয়েবসাইট, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন উপায়ে ট্রেনের টিকিট কিনে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতেন৷ কেউ টিকেট নিতে রাজি হলে ভিক্ষুকদের মাধ্যমে তাদের টিকিট পৌছে দিতেন এবং টাকা সংগ্রহ করাতেন৷ বুধবার এক ভিক্ষুকের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ৷আবদুল মজিদ বলেন, শাহজাহান বিভিন্ন রুটের ২০০-৫০০ টাকার ট্রেনের টিকিট কিনে ২ থেকে আড়াই হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দিতেন৷ বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পেয়ে আমরা দীর্ঘদিন এ ধরনের অনলাইন কালোবাজারিদের ধরার চেষ্টা করছিলাম৷প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান মজিদ৷

অধিক যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগড় মহাসড়কে থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ এতে দুর্ভোগে পড়েছেন ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষ৷আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে৷ রাত ১১টার দিকে যানজটের সৃষ্টি হয়৷একপর্যায়ে তা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত বিস্তৃত হয়৷ তবে ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে৷এখনো দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে বলে জানা গেছে৷

টাঙ্গাইলের গোড়াই মহাসড়ক থানার ওসি জুবায়দুল আলম জানান, মঙ্গলবার রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে৷ সকালে বিভিন্ন স্থানে যানজট আরো বাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন৷রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় একটি ট্রাক বিকল হয়ে যায়৷ ট্রাকটি সরিয়ে নেয়ার আগেই দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে৷ তার রেশ সকালেও চলে৷

গাজীপুরের সালনা মহাসড়ক থানার ওসি মো.শাহরিয়ার হাসান জানান, মহাসড়কের চন্দ্রা কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাইপাস এলাকা এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে৷ সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ক্যাডেট কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরু বোঝাই একটি ট্রাক বিকল হয়৷ এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়ে কালিয়াকৈর, জিরানী পর্যন্ত প্রভাব পড়ে৷

তিনি জানান, দুপুর একটা পর্যন্ত মহাসড়কের ওই এলাকায় থেমে থেমে যানবাহন চলছিল৷এছাড়া সফিপুর ও কোনাবাড়ি এলাকায় মহাসড়কে সংস্কার কাজ চলায় এবং কোনাবাড়ি এলাকায় সড়কের দুই পাশে ড্রেইন পরিষ্কার শুরু হওয়ায় যানজট বেড়েছে৷সিরাজগঞ্জের গরু ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, বুধবার ভোরে ট্রাকে গরু নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি৷ পৌঁছাতে বিকাল হয়ে গেল৷

রংপুরগামী শ্যামলী বাংলা পরিবহনের যাত্রী রোকসানা বলেন, ভিড় এড়াতে সন্তানদের নিয়ে একটু আগে-ভাগে ঢাকা ছাড়তে চেয়েছিলাম৷ কিন্তু যানজট আমাদের ছাড়েনি৷ সকাল ৬টায় ঢাকা থেকে রওনা দিয়েও গাজীপুরের চন্দ্রা পার হতে ১১টা বেজে গেছে৷

অবশ্য গাজীপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷ শ্রীপুরের মাওনা মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার োেসেন বলেন, মহাসড়কের গাজীপুর অংশে চার লেইন উন্নীত করার কাজ চলছে৷ তারপরও পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এখানে যানজট নেই বললেই চলে৷ট্রাফিক পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত সুপার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানান, যানজট নিরসনে তার এলাকায় মহাসড়কে তিন স্তরে ৭৫৪ জন পুলিশ সদস্য কাজ করছেন৷

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত এবং কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে ভোররাতের এক দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় শত শত যানবাহন আটকা পড়ে৷এতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে সদর উপজেলার আলেখারচর পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়৷

হাইওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহমেদ জানান, পালকি সিনেমা হলের সামনে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপ