Banglalink

দৈনিকবার্তা-গাজীপুর, ০১অক্টোবর: গাজীপুরের কাপাসিয়ায় বুধবার ছিনতাইকারীরা বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে (এসআর) গুলি করে টাকা, কার্ড ও মোবাইল ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গুলিবিদ্ধ ওই বিক্রয় প্রতিনিধি পারভেজকে (২৫) গুরম্নতর অবস্থায় বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

বাংলা লিংকের কাপাসিয়া উপজেলার সুপারভাইজার ফখরম্নল ইসলাম বাপ্পি জানান, মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি (নং-৬৩) পারভেজ কাপাসিয়ার ত্রিমোহনি এলাকা থেকে টাকা সংগ্রহ করে বুধবার দুপুরে সিএনজি অটোরিঙ্া যোগে তরগাঁওবাজারে যাচ্ছিল৷ পথে উত্তরখামের এলাকায় পেঁৗছলে দুটি মোটরসাইকেল যোগে এসে ক’সশস্ত্র যুবক ওই সিএনজি’র পথরোধ করে৷ এসময় তারা পারভেজের বাম পায়ের উরম্নতে গুলি করে নগদ প্রায় ১ লাখ টাকা, বিভিন্ন অংকের এক হাজার পিছ রিচার্জ কার্ড ও দুইটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷ পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েনিয়ে যায়৷ তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷