দৈনিকবার্তা-ঢাকা: স্বর্ণ জয়ের মিশনের প্রথম ধাপটা সহজেই পারি দিয়েছে মাশরাফিরা। বুধবার দুর্বল কুয়েতকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পারি দিল বাংলাদেশ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে টাইগাররা ২২৪ রান সংগ্রহ করে। ফলে বিশাল রানের পাহার টপকাতে নেমে চাপের মুখে পড়ে দুর্বল প্রতিপক্ষ কুয়েত। আর সেই চাপটা আরও বাড়িয়ে দেন আরাফাত সানি-মাহমুদুল্লার স্পিন । মাত্র ২১ রানেই অল আউট হয় তারা। কুয়েতের পক্ষে কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোঠা স্পর্শ করতে পারেনি। তাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন আরোতাইবি। আর তার সংগ্রহই ছিল ৭!
বাংলাদেশের জার্সিতে ফিরেই একটি উইকেট নিয়েছেন সাকিব। আরাফাত সানি ৪ ইউকেট নিয়ে হয়েছেন বাংলাদেশের সেরা উইকেট সংগ্রাহক। এছাড়া মাহমুদুল্লাহ ৩ উইকেট এবং শুভাগত হোম ও সাব্বির রহমান একটি করে উইকেট নেন। এর আগে শুরুতে ব্যাটিংয়ে ঝড় তোলেন দুই ওপেনার। তামিম ২২ বলে ২৮ ও আনামুল হক বিজয় ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে খেলে সাজঘরে ফিরেন। তারপর ঝড় তোলেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মাত্র ২৫ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছয়ে ৫৯ রান করেন তিনি।
১৩.৩ ওভারে দলীয় ১৬০ রানের মাথায় মিঠুন যখন আউট হন তখন তার স্ট্রাইকরেটটা ছিল ২৩৬, চোঁখ কপালে তোলার মতোই। এছাড়া সাব্বির রহমান ১৮ বলে ৩৫ রান ও সাকিব আল হাসান ১৫ বলে ২৩ রান করেন। কুয়েতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাসতাকি ফাহাদ। এছাড়া ২ উইকেট করে নেন বাসতাকি মাহমুদ, আলকানদারি মোহাম্মদ ও আলোতাইবি মোহাম্মদ। জবাবে ব্যাট করছে কুয়েত।