দৈনিকবার্তা-ঢাকা, ৩০সেপ্টেম্বর: আগামী বছর ২৬শে মার্চের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে তাদের পরিচয় পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন৷ বিশ্ব বাঙালি সম্মেলন ও দৰিন এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ যৌথ ভাবে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করায় মুক্তিযোদ্ধা মন্ত্রীকে ওই সংবর্ধনা দেয়৷
বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা ইসমত কাদের গামা বক্তব্য রাখেন মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরীরর জন্য আমাদের বেইস লাইন হল উপজেলা৷ আমরা গেজেটগুলো দেখে যাচাই বাছাই করে উপজেলা পর্যায়ে আগামী নভেম্বরের পরে তালিকায় হাত দিব৷ আশা করছি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরী করে আগাশী বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারবো৷
তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরীর পর তাদের পরিচয় পত্র দেওয়া হবে৷ যাতে আর কোন ভূয়া মুক্তিযোদ্ধারা তালিকায় না ঢুকতে পারে৷ ভূয়া মুক্তিযুদ্ধারা সনদ পেয়েছে এটা অত্যান্ত দু:খজনক৷ বঙ্গবন্ধু হত্যার পর ভূয়া মুক্তিযুদ্ধারা তালিকায় এসেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী৷