27555_1

দৈনিকবার্তা-দিনাজপুর, ৩০সেপ্টেম্বর: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার অপরাধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) নিকট হস্তান্তর করেছে৷ সোমবার সন্ধায় হিলি জিরো পয়েন্ট চেকপোষ্টে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে এদের ফেরত দেওয়া হয়৷

আটক ৫ বাংলাদেশীরা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আরাজি লশকরা গ্রামের মনোরঞ্জন বর্মনের ছেলে তপন বর্মন (২৩), একই এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে হরিপদ রায় (২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসপুর গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে অনিল চন্দ্র রায় (২৯), জয়পুরহাট সদর উপজেলার চকবরকত সুন্দরপুর গ্রামের জগদিস বর্মনের ছেলে সনজিদ বর্মন (১৫) ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের সঞ্জু রায়ের ছেলে বুদু রায় (১৫)৷আটকৃতরা জানান, রবিবার রাতে দালালের মাধ্যমে হিলি ষ্টেশনের পাশে কামালগেট দিয়ে প্রত্যেকে দেড়শত টাকা করে ভারতে অবৈধভাবে প্রবেশ করে৷ পরে ভারত অংশে হিলি বাসষ্ট্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে৷ হিলি বিওপি ক্যাম্প কমান্ডর আব্দুল মান্নান জানান, ফেরতকৃত ৫ বাংলাদেশীকে রাতে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷