tofael_ahmed_38795

দৈনিকবার্তা-ঢাকা, ৩০সেপ্টেম্বর: আগামী শুক্রবারের মধ্যেই চামড়ার মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷মঙ্গলবার দুপুরে সচিবালয়েং বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ, চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ এক সভায় বাণিজ্যমন্ত্রী এ নির্দেশ দেন৷তিনি জানিয়েছেন, ঈদের পর ৩০ দিন যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিয়েছে৷

মঙ্গলবার সচিবালয়ে চামড়া ও মাংস ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সরকার থেকে চামড়ার মূল্য নির্ধারণ করতে চাই না৷ জনগণ যাতে উপযুক্ত মূল্য পায়, আপনাদেরও (ব্যবসায়ী) যাতে সুবিধা হয় সে দিকে খেয়াল রেখে মূল্য নির্ধারণ করবেন৷ব্যবসায়ীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, কোরবানির ঈদেই আমরা সবচেয়ে বেশি চামড়া পেয়ে থাকি৷ এ চাময়ার যাতে ন্যায্যমূল্য পাওয়া যায়, সে দিকটা খেয়াল রেখে চামড়ার মূল্য নির্ধারণ করতে হবে৷ আমরা সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করতে চাই না৷

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ দিন যাতে চামড়া পাচার না হয়, এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে৷ চাময়া যাতে পাচার না হয়, এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বর্ডার গার্ড অব বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে৷মন্ত্রীর কথা শেষ হওয়ার পর একজন সাংবাদিক প্রশ্ন করেন, ব্যবসায়ীরা চামড়ার মূল্য নির্ধারণ করতে চান না৷

Leather

চামড়া সংগ্রহের মূল্য নির্ধারণ হলে আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করে তা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে তোফায়েল জানান৷তিনি বলেন, ঈদের পর অন্তত ৩০ দিন যাতে সীমান্ত দিয়ে চামড়া পাচার না হতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি ও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে৷ কোরবানির চামড়া বিক্রির টাকা এতিমখানাসহ গরিব মানুষকে দেয়া হয় উল্লেখ করে োেফায়েল বলেন, চামড়ার ন্যায্য মূল্য মানুষ যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে৷

গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়৷ আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়৷সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম গত বছর ছিল ৫০-৫৫ টাকা৷ বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল৷অবশ্য তার আগের বছর কোরবানির পশুর চামড়ার দাম ঠিক না করে তা বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল৷

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলেন৷ এ সময় শাহীন আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরা চামড়ার সর্বনিম্ন দর নির্ধারণ করবেন৷প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৩ সালে ৬৫ লাখ ৩৯ হাজার গবাদিপশু জবাইহয়৷সভায় বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন৷