দৈনিকবার্তা-মংলা, ৩০সেপ্টেম্বর: মংলা বন্দরের পশুর চ্যানেলে সিমেন্টের কাচামাল বোঝাই একটি কাগের্া জাহাজ ডুবে গেছে৷ কাগের্া জাহাজটি মুল চ্যানেলে নাকি চ্যানেলের বাহিরে ডুবেছে বন্দরের হাবরবার বিভাগ তা নির্ণয় করে ওই এলাকায় মঙ্গলবার দুপুরে মার্কিং স্থাপন করবে বলে জানায় কর্তৃপক্ষ৷
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি হুয়াহাই জাহাজ থেকে প্রায় ৬শ ৫০ মে: টন ক্লিংকার (সিমেন্টের কাচামাল) বোঝাই করে কাগের্া জাহাজ এম,ভি নয়ন শ্রী-৩ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের সেনাকল্যান সিমেন্টে ফ্যাক্টরীর উদ্দেশ্যে রওনা হয়৷ পথিমধ্যে পশুর নদীর জয়মনি এলাকায় পৌছালে জাহাজটি ডুবো চরে আটকে যায়৷
এ সময় ডুবো চরে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে নদীতে ডুবে যায়৷ জাহাজে থাকা ১৩ জন নাবিক সাতরিয়ে কুলে উঠতে সৰম হয়৷ এদিকে ডুবে যাওয়া জাহাজটির অবস্থান নির্ণয় ও মার্কিংয়ের জন্য মঙ্গলবার দুপুর থেকে কাজ শুরু করবে বন্দরের হারবার বিভাগ৷ বন্দরের হারবার মাষ্টার কমান্ডার কে, এম আখতারুজ্জামান বলেন, কাগের্া জাহাজ ডুবির কারণ এখনও জানা যায়নি, এবং চ্যানেলটি ঝুকিপূর্ণ না ঝুকিমুক্ত না তা খোজখবর না নিয়ে এখন কিছু বলা সম্ভব হচ্ছে না৷ এছাড়া ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ কখন নাগাদ শুরু হবে তাও নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেনি৷ এর আগে গত ১২ সেপ্টেম্বর পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় প্রায় ৬শ ৩০ মে: টন সিমেন্টের কাচামাল নিয়ে এম,ভি হাজেরা-২ নামের একটি কাগের্া জাহাজ ডুবে যায়৷ ওই জাহাজটি এখন উত্তোলন করা সম্ভব হয়নি৷