pro-Russian-rebels

দৈনিকবার্তা-ঢাকা, ৩০সেপ্টেম্বর: ইউক্রেনে রাশিয়াপন্থী বিদ্রোহীদের ভয়াবহ হামলায় সোমবার ৯ সৈন্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর চলমান অস্ত্রবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে৷ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে পাঁচ মাস ধরে সংঘাত চলার পর উভয় পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়৷ এরপর সোমবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘন্টায় রাশিয়াপন্থী বিদ্রোহীদের ভয়াবহ হামলায় ১৩ জন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়৷

ইউরোপের মধ্যস্থতায় গত ২০ সেপ্টেম্বর বেলারম্নশের রাজধানী মিনস্কে ইউক্রেন সরকার ও বিদ্রোহীরা এ অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে৷ মিনস্ক চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে ছিল-ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকার ও বিদ্রোহীদের মধ্যকার নিয়ন্ত্রণ রেখা হতে প্রায় ১৫ কিলোমিটার দূরে উভয় পক্ষ তাদের ভারী অস্ত্র সরিয়ে নেবে৷ এভাবে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে একটা নিরাপত্তা জোন সৃষ্টি করবে৷ কোন পক্ষই প্রতিশোধমূলক অভিযান চালাবে না৷ উভয় পক্ষ নিরাপত্তা জোনের ওপর দিয়ে জঙ্গি বিমান চালনা থেকে বিরত থাকবে৷

ইউক্রেন সরকার ও পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৩ হাজার ২শ’র বেশি লোক নিহত হয়েছে৷ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের মুখপাত্র অ্যান্ড্রি লাইসেনকো সোমবার বলেন, বিদ্রোহীদের হামলায় ৯ সৈন্য নিহত হয়েছে৷স্থানীয় কর্মকর্তারা জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেতস্ক নগরীতে গোলার আঘাতে ৩ বেসামরিক নাগরিক নিহত ও ৫ জন আহত হয়েছে৷ এছাড়া মাকিইভকা এলাকায় গোলার আঘাতে আরো এক লোক নিহত হয়৷ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্ক বলেন, বিদ্রোহীরা হামলা বন্ধ না করলে সেনাবাহিনীও যুদ্ধ অব্যাহত রাখবে৷

গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেতস্ক ও লুহানস্কে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরু হয়৷ এর কয়েক সপ্তাহ আগে এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচিছন্ন হওয়ার পর রুশ ফেডারেশনে যুক্ত হয়৷ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য নিয়ে সাহায্যের অভিযোগ করেছে৷ তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখান করেছে৷