9

দৈনিকবার্তা-ঢাকা, ২৯সেপ্টেম্বর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার যদি মনে করে সাংবাদিকদের জেলে রেখে এবং গণমাধ্যম বন্ধ করে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকবে তাহলে তারা ভুলের রাজ্যে বাস করছে৷ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির আয়োজনে আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান ও ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লা রবির মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

শামছুজ্জামান দুদু বলেন, সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে গণমাধ্যমকে টার্গেট করেছে৷ সমপ্রচার নীতিমালার মধ্য দিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছে৷ ঈদ-উল-আযহার আগেই দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমান ও ইনকিলাব’র বার্তা সম্পাদক রবিউল্লাহ রবির নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য গণমাধ্যমকে টার্গেট করেছে৷ সমপ্রচার নীতিমালার মধ্য দিয়ে গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছে৷কিন্তু সাংবাদিকদেরকে জেলে রেখে এবং গণমাধ্যম বন্ধ করে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার চিন্তা করলে সরকার ভুলের রাজ্যে বসবাস করছে বলেও মন্তব্য করেন তিনি৷সরকারের দুঃশাসনের অবসান বাংলার মাটিতেই হবে মন্তব্য করে মাহমুদুর রহমান ও রবিউল ইসলাম রবিকে ঈদের আগেই নিঃশর্ত মুক্তির দাবি জানান দুদু৷ সংগঠনের সভাপতি খোন্দকার গোলাম মোর্তজা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার যদি হত তাহলে জনপ্রিয় উপস্থাপক মাওলানা ফারুকিকে নৃংশসভাবে খুন হতে হত না৷

দেশে গুম খুন ও নৈরাজ্য অব্যহত রয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার আগেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান ও ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল উল্লাহ রবিকে নিঃশর্ত মুক্তির দিতে হবে৷এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী৷

এনডিপি’র যুগ্ম মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জামিল আহমেদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ওসমান গণি, এনডিপি’র দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আবু তাহের, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক সাইদ আহমেদ, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’র সভাপতি কাদের সিদ্দিকী, ইসমাইল হোসেন সিরাজী, জাহানারা বেগম, আল আমিন বাদশাসহ প্রমুখ৷