united-airways

দৈনিকবার্তা-ঢাকা, ২৯সেপ্টেম্বর: বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে ৭ যাত্রী৷ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে এ মামলা করেন যাত্রীরা৷টিকিট কেটে গন্তব্যে যেতে না পেরে ব্যবসায়িক ক্ষতি হওয়ায় ইউনাইটেডের এমডি ও চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ৭ যাত্রী৷

সোমবার ব্যবসায়ীদের বৃহত্‍ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য আবু বক্কর সিদ্দিকসহ ৫ জন বাদী হয়ে ঢাকার প্রথম যুগ্ম- জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন৷ মামলার অপর বাদীরা হলেন- রফিকুল ইসলাম, নারগিস আক্তার, মকবুল হোসেন, সোহানুর রহমান সেলিম৷

মামলার বিবাদীরা হলো-ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড, ব্যাস্থাপনা পরিচালক,চেয়ারম্যান, ব্যাবস্থাপক ( সেলস এডমিন), ম্যানেজার অপারেশন, এয়ার ট্রাভেলস অ্যান্ড টু্যরিস্টসের ব্যবস্থাপনা পরিচালক, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান৷

মামলার অভিযোগে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ইউনাইটেড এয়ারওয়েজের বিমানযোগে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২১ সেপ্টেম্বর ৫টি টিকেট ক্রয় করে৷ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার একটি কোম্পানির সঙ্গে জমি ক্রয় সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা ছিল৷গত ২৪ সেপ্টেম্বর যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করার পরে বাদী জানতে পারেন যে, ফ্লাইটটি বাতিল করা হয়েছে৷ এয়ারওয়েজ কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্য প্রদান না করেই ফ্লাইটটি বাতিল করায় তারা মালয়েশীয় কোম্পানির সঙ্গে চুক্তি করতে না পারায় তাদের ৫০ কোটি টাকার ক্ষতি হয়৷

তবে মামলাটিতে প্রয়োজনীয কোর্ট ফি দাখিল না করায় ওই আদালতের বিচারক মো. ফজলে এলাহী আগামী ১৬ অক্টোবর প্রয়োজনীয় কোর্ট ফি দাখিলের জন্য দিন ধার্য করেছেন৷ অ্যাডভোকেট আব্দুস সালাম বাদীপক্ষে মামলাটি দায়ের করে