প্রকল্প ব্যবস্থাপনায় ২৪ কোটি টাকা দেবে ইউএনডিপি

দৈনিকবার্তা-ঢাকা,২৮সেপ্টেম্বর : প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা প্রণয়নে বাংলাদেশকে প্রায় ২৪ কোটি টাকা সহায়তাদেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷ রোববার সকালে নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউএন সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷ নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজেমন্টে ( কেএফডিএম) প্রকল্পের আওতায় এই সহায়তা দিচ্ছে সংস্থাটি৷

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব (ইউএন) আসাদুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র প্রধান পাওলিন থামেসিস৷প্রকল্পের মাধ্যমে ইআরডিসহ অন্যান্য মন্ত্রণালয়ের তথ্য ও জ্ঞানের আধুনিক ব্যবস্থাপনার কাজ করা হবে৷ সরকার এবং ইউএনডিপি যৌথ উদ্যোগে মন্ত্রণালয়ের প্রকল্প প্রণয়নে কাজ করবে৷

১৯৯০ সালে ইউএনডিপি বাংলাদেশে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছিল৷ এরপর অনেক বছর ধরে এই কাজ বন্ধ রয়েছে৷ আগামী সময়ে যেন এই প্রতিবেদন প্রকাশ করা যায় সে লক্ষ্যে প্রকল্পটি অবদান রাখবে৷ ইআরডি ও ইউএনডিপি যেন নানা বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে৷ প্রকল্পটি দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স ফ্রেমওয়ার্ক পরিকল্পনা অনুযায়ী ২০১৪ থেকে ২০১৬ মেয়াদে বাস্তবায়িত হবে৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিব মো. মেজবাহ উদ্দিনসহ ইআরডি ও ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷