beating

দৈনিকবার্তা-ঢাকা.২৭ সেপ্টেম্বর: রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় পৃথম দুটি ঘটনায় ১০ জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যা দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, তারা বিভিন্ন সময় এলাকায় প্রতারণা ও চুরি করেছেন। এসব অভিযোগে সন্ধ্যার পর তারা ক্ষিপ্ত হয়ে তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করানোর ব্যবস্থা করে।যাত্রাবাড়ী এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন- ইব্রাহিম (৩২), বিল্লাল (২৭), আয়মন বিবি (৪৫), আনোয়ারা বেগম (৫৫), ময়না বেগম (২৫) ও তাসলিমা বেগম (২৫)।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার এসআই নুরুজ্জামান জানান, বিভিন্ন সময় প্রতারণার অভিযোগে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।অপরদিকে কদমতলী এলাকার আহতরা হলেন- জসিম (৩৫), মাহবুব (১৮), রুবেল (২১) ও সুমন (৩৫)।কদমতলী থানার এসআই জাহাঙ্গীর জানান, চোর সন্দেহে তাদের গণপিটুনি দেয়া হয়।