দৈনিকবার্তা-ঢাকা,২৪ সেপ্টেম্বর: ঈদ করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষকে সড়কে কোনো দুর্ভোগ পোহাতে হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷বুধবার রাজধানীর গাবতলী ইউ-লুপ সড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷
ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পূজা ও ঈদের আগেই সড়ক মেরামতের কাজ শেষ করা হবে জানিয়েন মন্ত্রী৷ দেশের বিভিন্ন জায়গায় সড়কের বেহাল দশা কথা স্বীকার করে তিনি আরো বলেন, মেরামত করে সড়ককে যান চলাচলে উপযোগি রাখার পাশাপাশি টেকসই সড়ক নির্মানে কাজ করছে সরকার৷ কাদেরবলেন, রাজধানীর সব পশুর হাটে মনিটরিং ব্যবস্থা থাকছে৷ ফলে ঢাকা ছেড়ে যাওয়ার সময় ঘরমুখো মানুষের ভোগান্তি কমে আসবে৷ এছাড়া রাস্তার কারণে নতুন করে কোনো দুর্ভোগ সৃষ্টি হবে না৷
নিরাপত্তার জন্য রাজধানীর সব পশুর হাটে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বলেও জানান তিনি৷এসময় মন্ত্রী কোরবানীর ঈদ উপলক্ষে পশু পরিবহণে পুরানো গাড়ি ব্যবহার না করারও নির্দেশ দেন৷ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বুধবার সকালে গাবতলী ব্রিজ সংলগ্ন ইউ-লুপ সড়ক পরিদর্শন করেন৷
এসময় উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, আপাতত সড়কটির উপর থেকে ময়লা ও আবর্জনা সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে৷ দীর্ঘমেয়াদী সমাধানের লৰ্যে ঈদের পরে ১৫ অক্টোবরের মধ্যে সড়কটির আরসিসি রিজিড পেভমেন্টের (ঢালাই) কাজ সম্পন্ন করার জন্য সংশিস্নষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে৷ সড়কটি এলাকার যানজট হ্রাসে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান৷এছাড়া আসন্ন দুর্গাপূজা ও ঈদ উপলৰে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও ঘরমুখো যাত্রী সাধারণের দুভের্াগ লাঘবের জন্য ক্ষতিগ্রস্থ সড়ক ও মহাসড়কের সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে চলছে৷ এবারেও ঘরমুখো যাত্রীগণ স্বস্তিতে যাতায়াত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷