ফিফা সভাপতি সেপ ব্লাটার {focus_keyword} ২০২২ বিশ্বকাপ কাতারে হবে না! qatar e1411390928607

দৈনিকবার্তা-ঢাকা,২২ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত নাকি ২০২২ ফুটবল বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হবে না!

জার্মান ফুটবল ফেডারেশন থেকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) নির্বাহী কমিটির সদস্যপদ পাওয়া থিও জানজিগারের মত এমনটাই। সোমবার স্পোর্টস বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে থিও দাবি করেন, ‘আমার মনে হয় শেষ পর্যন্ত আর যাই হোক কাতারে ২০২২ বিশ্বকাপ হবে না।’

জার্মান ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাতারের ফুটবলযজ্ঞ আয়োজনের সুযোগ হারানোর কারণ হিসেবে গ্রীষ্মে দেশটির উচ্চ তাপমাত্রাকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘তারা যতোই বলুক, ওই পরিস্থিতিতে ফুটবল খেলা অসম্ভব। আর আয়োজকরা অনুকূল তাপমাত্রার গ্যারান্টি কখনোই দিতে পারবে না।’

অবশ্য এটা যে ফিফার কোনো সিদ্ধান্ত নয়, বরং ব্যক্তিগত অভিমত এটাও স্বীকার করেছেন থিও। তবে ২০২২ বিশ্বকাপের আয়োজক কমিটির সভাপতি হাসান আল তাওহিদি এক বিবৃতিতে এটা নিশ্চিত করেন যে, ২০২২ বিশ্বকাপ কাতারেই হবে। এ বিষয়ে সন্দেহ কিংবা শঙ্কার কোনো কারণ নেই। সূত্র: গার্ডিয়ান, এনডিটিভি।