Dop_Enveinment_sm_507657005

দৈনিকবার্তা-ঢাকা,২২ সেপ্টেম্বর: পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ৰতিসাধনের অপরাধে গাজীপুরের মোট ১১টি ডায়িং ও ওয়াশিং কারখানাকে এক কোটি ৬১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট৷ দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর দু’দিনে এ জরিমানা করেন৷ ওই পরিচালকের নেতৃত্বে দু’টি টিম গাজীপুর জেলার বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তারা গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী বিসিক শিল্প এলাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম পর্যবেৰণ এবং আউটলেট হতে পানি সংগ্রহ করেন৷ পরে তা ল্যাবরেটরীতে সংগৃহীত রিপোর্ট এবং পরিবেশগত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে কারখানাসমূহের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন৷ সোমবার শুনানী শেষে ত্রম্নটিপূর্ণ ইটিপি ও কারখানার ইটিপির আউটলেট দিয়ে পরিশোধিত তরল বর্জ্যের সাথে অতিরিক্ত সস্নাজ বাইরে নির্গত করে কারখানা পরিচালনার জন্য কাশিমপুর নয়াপাড়া এলাকার মুনটেঙ্ ফেব্রিঙ্ লিঃকে ১০ লাখ টাকা জরিমানা করেন, একই অপরাধে একই এলাকার মাল্টি ফ্যাবস লিঃকে লাখ টাকা মৌরিশাস ইন্টারকন্টিনেন্টাল লিঃকে ৭ লাখ টাকা এবং জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত শব্দ দূষণের দায়ে কালিয়াকৈরের আটাবাহ ইউ.পি’র হিজলহাটি এলাকার হেসং (বিডি) লিঃকে ১০ লাখ টাকাসহ মোট ৩৭ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ৷

এর আগে রবিবার শুনানী শেষে ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কারখানার উত্‍পাদন বৃদ্ধি ও ডায়িং কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর মহানগরীর টঙ্গী খরতৈল এলাকার ভিয়েলাটেঙ্ লিঃকে ৫০ লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদীতে নির্গত করার জন্য কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার প্যাসিফিক ফাইবার কর্পোরেশন লিঃকে ১৯ লাখ টাকা, ইটিপির এ্যারেশন ও ডোজিং বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদীতে নির্গত করার জন্য কড্ডা এলাকার কেমিও ইউএসও নীট ওয়্যার লিঃকে ১৫ লাখ টাকা, ত্রম্নটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ৰতিসাধন করার অপরাধে কেবিবাজার কলমেশ্বর এলাকার ইউনিক ওয়াশিং এন্ড ডাইং লিঃকে ১০ লাখ টাকা এবং একই অপরাধে কোনাবাড়ীর বিসিক শিল্প এলাকার ভাজন এ্যাপারেলস লিঃকে ৫ লাখ টাকা, লাইফ টেঙ্টাইল (প্রাঃ) লিঃকে ৫ লাখ টাকা ও কড্ডা এলাকার ফাইবার সাইন ইন্ডাস্ট্রিজ লিঃকে ২০ লাখ টাকাসহ মোট ১ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ৷

শুনানীতে অংশগ্রহণকারী ওইসব কারখানার পৰে উপস্থিত মালিক/প্রতিনিধিগণ অপরাধ স্বীকার করে ৰমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন৷ পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক এ তথ্য জানিয়েছেন৷