Maya

দৈনিকবার্তা-ঢাকা,২২ সেপ্টেম্বর: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান তো দূরের কথা ২০১৯ সালের আগে এ নির্বাচন নিয়ে আলোচনা হওয়ারও কোন সুযোগ নেই৷

মায়া বলেন, হরতাল দিয়ে খালেদা জিয়া তার নেতা-কর্মীদের মাঠে নামাতে ব্যর্থ হয়েছেন৷ এ জন্য দলীয় প্রধানের পদ থেকে তার পদত্যাগ করা উচিত৷

তিনি সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ২২টি সংগঠনের সমন্নয়ে গঠিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ৷এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী প্রমূখ৷

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, পুরো ঢাকা শহর আওয়ামী লীগের দখলে৷ হরতাল দিয়েছে বিএনপি, আর মাঠে আওয়ামী লীগ৷ খালেদা জিয়া তার নেতা-কর্মীদের মাঠে নামাতে ব্যর্থ হয়েছন৷ এ জন্য খালেদা জিয়াকে আজই পদত্যাগ করা উচিত৷

বিএনপির চেয়ারপারসনকে ত্রাণমন্ত্রী বলেন, আপনার পায়ের তলায় মাটি নেই৷ এখন কোনো সংলাপও হবে না৷ আর ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচনও হবে না৷তিনি আরো বলেন, দেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

মায়া বলেন, বিএনপির হরতালে দেশের মানুষ সাড়া দেয়নি৷ রাজধানীসহ সারাদেশের মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে৷মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন৷ শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন৷ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার তা ভালো লাগে না৷

তিনি বলেন,সেজন্য তিনি দেশের উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করার জন্য যুদ্ধাপরাধীদের রৰা এবং জঙ্গীবাদী শক্তিকে উস্কে দেয়ার জন্য নানা ধ্বংসাত্মক কর্মসূচী দিয়ে আসছেন৷তিনি বলেন, তাদের বিরম্নদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে৷