image_131590.jatisongha

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের অভিযানের প্রেক্ষিতে গত শুক্রবার থেকে দেশটির কমপক্ষে ৭০ হাজার কুর্দী নাগরিক তুরস্কে পালিয়ে গেছে৷

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোববার এ খবর জানিয়েছে৷তুরস্কে ঢোকার জন্য গত ২০ সেপ্টেম্বর দেশটির সানলিয়ার্ফা প্রদেশের দৰিণ-পূর্বাঞ্চলের সুরাক শহরের সীমানত্মের কাছে সিরীয় কুর্দীদের অপেৰা করতেও দেখা যায়৷

ইউএনএইচসিআর জানায়, গত ২৪ ঘন্টায় প্রায় ৭০ হাজার সিরীয় কুর্দী তুরস্কে পালিয়ে এসেছে৷ আর পালিয়ে আসা সিরীয় কুর্দীদের ত্রাণ সহায়তা জোরদার করেছে ইউএনএইচসিআর৷

সিরিয়ার আইন আল-আরব শহর জিহাদিদের দখলমুক্ত রাখার চেষ্টায় কুর্দী যোদ্ধাদের সাথে আইএস জঙ্গিদের ব্যাপক সংঘর্ষের প্রেৰাপটে তারা তুরস্কে পালিয়েছে৷সিরিয়ায় কুর্দী অধু্যষিত তৃতীয় বহত্তম শহর হল আইন আল-আরব৷ সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশের এ শহরের সাথে তুরস্কের সীমানত্ম রয়েছে৷

140920170239-300x168

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস যোদ্ধারা এখন এই শহরের কৌশলগত সীমানত্মের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে রয়েছে৷জিহাদিরা এই শহর দখলে নিতে গত মঙ্গলবার অভিযান শুরু করে৷ কুর্দী মিলিশিয়ারা শহর রৰায় প্রানপণ লড়ে যাচেছ৷ যুদ্ধে গত মঙ্গলবার থেকে এ পর্যনত্ম ২৭ কুর্দী মিলিশিয়া প্রাণ হারিয়েছে৷ আইএস’র কমপক্ষে ৩৭ যোদ্ধা নিহত হয়েছে৷