1411297466gdsfuiy

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: ২০ দলীয় জোট কর্তৃক আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ৷রোববার গণমাধ্যমে পাঠানো এ প্রেসবিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এ আহ্বান জানায়৷

প্রেসবিজ্ঞপ্তিতে তারা বলেন,দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে৷ বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে৷ দেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন৷ এ অবস্থায় লাগাতার হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুত্‍সাহিত হবে৷

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, হরতালের কারণে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানীর পশু পরিবহনসহ জরুরি অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বিঘি্নত হচ্ছে৷ যা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্ত করছে৷