দৈনিকবার্তা-বিনোদন ডেস্ক, ২১ সেপ্টেম্বর: অভিনয়ের চেয়ে লেখালেখি আর ছবি আঁকায় বর্তমানে বেশি সময় দেন বিপাশা হায়াত। তবে মাঝে মধ্যে অভিনয় করেন। কিন্তু তার জন্য লাগবে মনের মত চরিত্র আর গল্প। তেমনি মনের মত একটি চরিত্রে অভিনয় করলেন বিপাশা হায়াত। আর এ চরিত্রের জন্য প্রথমবারের মত হিজাব পরলেন এ অভিনেত্রী। টেলিছবিটির নাম ‘আজমেরি নামা’। টেলিছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন গোলাম সোহরাব দোদুল। আর এ সংলাপ লিখেছেন কাজী শুসমিন আফসানা।
হিজাবে বিপাশা হায়াত ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, হিন্দোল রায়, সৈকত, বিপলী, শান্তনা, জুয়েল, দিবা, আর এ রাহুল, রিজা, বাপ্পি সাইফ, সিয়াম প্রমুখ। টেলি ছবিটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা।