দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সেবাকুঞ্জ ও বাংলাদেশ ফরম’সহ সরকারি ও বেসরকারি সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে৷তিনি বলেন, জনগণের কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করলে তা আরো কার্যকর ও ফলপ্রসু হবে৷ কেননা সেবাপ্রাপ্তি সম্পর্কিত কোন সমস্যা থাকলে স্থানীয় সংসদ-সদস্যের মাধ্যমে সহজেই সংশিস্নষ্ট মন্ত্রীকে তা অবহিত করা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব৷
তিনি রোববার ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে প্রধানমন্ত্রীর কাযর্ালয়ের এঙ্সে টু ইনফরমেশন (এটুআই)’ প্রোগ্রামের উদ্যোগে এ বছর বাংলাদেশে জাতিসংঘের স্যোশাল গুড সামিট উদযাপন উপলক্ষে সেবাকুঞ্জ ‘ ও বাংলাদেশ ফরম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন৷
স্পিকার পেনশনসহ এ জাতীয় অন্যান্য সকল সেবাকে সেবাকুঞ্জের মাধ্যমে নিশ্চিত করার আহবান জানান৷ তিনি বলেন, যে কোন কাজের মূল্যায়ন এবং পরীবিৰণ ছাড়া ওই কাজের সফলতা নিধর্ারণ করা যায় না৷ সরকারের কার্যক্রমের স্বচছতা ও জবাবদিহিতা জোরদার করার ক্ষেত্রে সেবাকুঞ্জ’ ও বাংলাদেশ ফরম কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের একসাথে সকল সেবা পাওয়া সম্ভব হবে৷
স্পিকার আরো বলেন, সাধারণের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান আইসিটির মাধ্যমে দূর করা সম্ভব৷অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও রিফর্ম) মোঃ নজরম্নল ইসলাম, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস এবং এঙ্ টু ইনফরমেশন (এটুআই)’এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার৷