দৈনিকবার্তা-গাজীপুর, ২১ সেপ্টেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে৷ গাজীপুরের বোর্ড বাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অডিটরিয়ামে দুপুরে অনুষ্ঠিত এসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারম্নন-অর-রশিদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসলাম ভূইয়া (প্রশাঃ), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাঃ), ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ কর্মকর্তাগণ৷
সভায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হারম্নন-অর-রশিদ বলেন, হরতাল কর্মসূচির কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিনে দিনে সৃষ্টি হচ্ছে সেশন জট, যা শিক্ষাথর্ীদের জীবনের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্বিষহ সেশনজট নিরসনে একের পর এক পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কঠোর পরিশ্রম করে চলেছে, ঠিক সে অবস্থায় রাজনৈতিক নেতৃত্বের উপযর্ুপরি হরতাল আহ্বান আমাদের সকল কর্ম-প্রচেষ্টাকে নস্যাত্ করে দিচ্ছে৷ রবিবার সারাদেশব্যাপী ১ম বর্ষ সম্মান শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরম্নর তারিখ ছিল৷ এ পরীৰায় পরীক্ষাথর্ীর সংখ্যা ৩ লক্ষাধিক৷ অথচ একটি দলের হরতাল কর্মসূচির কারণে তা পরিবর্তন করে পিছিয়ে দেয়া হয়েছে৷ কিন্তু অত্যনত্ম দুঃখ ও পরিতাপের বিষয় যে, এ দিন নতুন করে একটি রাজনৈতিক জোটের পক্ষ থেকে হরতালের কর্মসূচী ঘোষণা করায় এখন এ পরীক্ষা স্থগিত করা ছাড়া গত্যনত্মর নাই৷ তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, রাজনীতির মূল লক্ষ্য-উদ্দেশ্য যদি দেশ ও জনগণের কল্যাণ হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫ লক্ষাধিক শিক্ষাথর্ীর শিক্ষা জীবনের কথা বিবেচনা করে হরতালের পরিবর্তে প্রতিবাদের বিকল্প ভাবুন৷