Lp_rashtropotir-songay-prod

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গেসৌজন্য সাৰাত্‍ করেছেন৷বৈঠককালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর যুক্তরাষ্ট্র সফর বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন৷জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার রাতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বছর হজ পালন করতে যাচ্ছেন এ জন্য তিনি দোয়া চেয়েছেন৷রাষ্ট্রপতির কার্যালয়ের সংশিস্নষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন৷

রোববার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান৷প্রায় এক ঘন্টার বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে আলোচনা হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন৷তিনি বলেন, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করেন৷জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে নিউ ইয়কের্র উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

১০ দিনের এই সফরে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী৷ ওই দিনই নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক হবে৷প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসন্ন হজ উপলক্ষে রাষ্ট্রপতির সৌদি আরব যাওয়া নিয়েও আলোচনা হয় বলে ইহসানুল করিম জানান৷রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন৷চীন ও জাপান সফর নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে সর্বশেষ গত ২৫ জুন বঙ্গভবনে যান শেখ হাসিনা৷