-দুই-গ্রুপের-সংঘর্ষে-অধ্যক্ষের-কার্যালয়-ভাঙচুরআহত-২৫-e1411225823441-609x340

দৈনিকবার্তা-গোপালগঞ্জ,২১ সেপ্টেম্বর: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ লুত্‍ফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে৷ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ ঘটনায় শেখ লুত্‍ফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ নির্বাচন ও কলেজ অর্নিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কতর্ৃপক্ষ৷

সংঘর্ষে আহতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ লুত্‍ফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ ৷ এরমধ্যে দুই জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকীদের স্থানীয় ভাকে চিকিত্‍সা দেওয়া হচ্ছে৷

পুলিশ ও আহতরা জানায়, শনিবার বিকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম মন্নুসহ ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ স্বপন তালুকদারকে ভিপি পদে মনোনয়ন দিয়ে একটি প্যানেল কলেজে জমা দিতে যায়৷ এসময় মনোনয়ন বঞ্চিত ভিপি প্রাথর্ীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে তাদের উপর হামলা চালায়৷ পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে ছাত্রলীগের নেতাকমর্ীরা দু’ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে শিক্ষক-ছাত্রসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়৷ সংঘর্ষ চলাকালে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করে সংঘর্ষকারীরা৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷

উপজেলা ছাত্রলীগের আহবায়ক বাবুল হাজরা বলেন, ভিপি প্রার্থী জুয়েল কলেজর সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা ফায়েক শেখের ভাতিজা৷ যে সব ছাত্রলীগ নেতা এ হামলা সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে৷কোটালীপাড়া শেখ লুত্‍ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনা ও উদ্ধুত পরিস্থিতি এড়াতে নির্বাচন স্থাগিত ও কলেজ অর্নিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে৷কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে৷ কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷