দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: সোমবারের হরতালে আগের চেয়ে বেশি জনসম্পৃক্ত হবে। জোট ছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দল সমর্থন জানাবে বলে আশা করা যায়। বিএনপির জোটে ভাঙন দেখা দিয়েছে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় জোট ভাঙার চেষ্টা হয়েছিলো। তা ব্যর্থ হয়েছে। এবারও কেউ বিভক্ত করতে পারবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এ কথা বলেন।
যুগ্ম মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালন হবে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘ইচ্ছা না থাকা সত্বেও বিএনপি নেতৃত্বাধীন জোট এই মুহূর্তে হরতাল দিতে বাধ্য হয়েছে। ২০ দল শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চায়।’
হরতালকে ইস্যু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত প্রায় ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাকে নিষ্কণ্টক ও দীর্ঘস্থায়ী করতে সরকার বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় সোমবারের হরতালকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশির নামে নিপীড়ন ও হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় সোমবারের হরতালকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা।
শাহজাহান জানান, হজযাত্রীদের যানবাহন, খাওয়ার হোটেল, ওষুধের দোকান, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং সংবাদমাধ্যমের ও সাংবাদিকদের ব্যবহৃত যানবাহন ও লাশ বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, বেলাল আহমেদ প্রমুখ। ‘হরতালে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করা হলে প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তিনি (শেখ হাসিনা ) ফ্যাসিস্ট নেতা।
এ সময়ে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় (স্কাউট ভবনের সামনে) ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের সাথে সাথেই তৎপর হয়ে উঠে পুলিশ সদস্যরা। ঘটনার সাথে সাথেই তারা সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোমবার হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। এ সময় গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে কে বা কারা ককটেল ফাটিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনের প্রতিবাদে শনিবার এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।