image_131601.afgh-mmap-md

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র রোরবার আফগানিসত্মানে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে স্বাগত জানিয়ে বলেছে, এটি ঐক্যের এক গুত্মরুত্বপূর্ণ সুযোগ৷এ চুক্তির মধ্যদিয়ে আফগানিসত্মানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে চলে আসা অচলাবস্থার অবসান হলো৷আফগানিসত্মানের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে গত তিন মাস ধরে অচলাবস্থা বলছিলো৷ নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রাথর্ী আশরাফ গনি ও আবদুলস্নাহ আবদুল্লাহর মধ্যে ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে একটি সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটলো৷গনি ও আবদুল্লাহ দু’জনেই নির্বাচনে বিজয় দাবি করেছিলেন৷

হোয়াইট হাউসের মুখপাত্র জোশ অ্যার্নেস্ট এক বিবৃতিতে বলেন, এই রাজনৈতিক সমঝোতা চুক্তি স্বাক্ষর আফগানিসত্মানের রাজনৈতিক সংকট অবসানে এবং ভবিষ্যত্‍ কর্মপন্থা নির্ধারণে আস্থা ফেরাতে সহায়ক হবে৷তিনি বলেন, আমরা এই সমঝোতা সমর্থন করছি এবং পরবতর্ী প্রশাসনের সাফল্য নিশ্চিতে তাদের সঙ্গে কাজ করতে প্রস’ত রয়েছি৷’তিনি বলেন, এই চুক্তিতে আফগানিসত্মানের স্বীকৃত প্রয়োজনকে রাজনীতি বা ব্যক্তিগত ক্ষমতার ওপর অগ্রাধিকার দেয়া হয়েছে৷

রোববার স্বাৰরিত চুক্তি অনুযায়ী আবদুলস্নাহ নতুন প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইসি) পদে তার পছন্দের প্রাথর্ী মনোনয়ন দেবেন৷ এই পদটি প্রধানমন্ত্রী পদের অনুরূপ হবে৷ ফলে আফগানিসত্মান নতুন যুগে প্রবেশের প্রাক্কালে ৰমতার কৌশলগত ভারসাম্য প্রতিষ্ঠিত হবে৷আর্নেস্ট বলেন, ‘এই চুক্তি ঐক্য এবং আফগানিসত্মানে বর্ধিত স্থিতিশীলতার জন্য গুরম্নত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে৷রাজনৈতিক, ধমর্ীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি এই চুক্তির প্রতি সমর্থন দান এবং সহযোগিতা ও শানত্মির লক্ষ্যে একযোগে এগিয়ে আসার আহবান জানান৷