দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর: চলচ্চিত্রের ধারা পরিবর্তনের লক্ষ্যে তরুণ নির্মাতা আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি যৌথ পরিচালনায় নির্মিত করেছেন ‘পাঠশালা’ নামের একটি চলচ্চিত্র। এতে নির্মাতারা শুধু বাণিজ্যিক দিক থেকেই নয়, দর্শককে প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা এবং তাদের রুচি পরিবর্তনেও চেষ্টা করেছেন।
‘পাঠশালা’র গল্প লিখেছেন ফয়সাল রদ্দি। ১০ বছর বয়সী ছেলে “মানিক”। কোন এক কারণে মায়ের বাধ্য ছেলে, শিক্ষকের প্রিয় ছাত্র মানিককে ঘর ছেড়ে শহরে পাড়ি জমাতে হয়। নতুন শহরে নতুন জীবনের খোঁজে প্রতিনিয়ত সে সংগ্রাম করতে থাকে। আর মনের গহীনে লালন করতে থাকে বড় হয়ে ওঠার স্বপ্ন! যত দিন যেতে থাকে ততই সে বুঝতে থাকে শিক্ষা ছাড়া মানুষের স্বপ্নগুলোকে পূরণ করা সম্ভব নয়। তারপর হড়াতই একদিন তার দেখা হয়ে যায় ৮ বছরের চুমকির সাথে। চুমকির সাহায্যের হাত ধরে আর তার ব্যাগ ভর্তি জাদুর মন্ত্র নিয়ে একদিন ঠিকই সে তার স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এমনি গল্পের পথ ধরে ছবিটির এগিয়ে যাওয়া।
মানিক চরিত্রে অভিনয় করেছে হাবিব আরিন্দা, চুমকি চরিত্রে আছে ইমা আক্তার কথা। এছাড়া চুমকির বাবার ভূমিকায় আছেন তৌফিকূল ইমন, মানিকের মার চরিত্রটি করছেন রোকসানা আমিন, প্রধান শিক্ষিকা হয়ে আছেন ফারহানা মিঠু, বৃদ্ধ শিক্ষকের ভূমিকায় আছেন রুমি হুদা, মানিকের ওস্তাদ চরিত্রে আছেন আমিরুল ইসলাম বাবু এবং বিশেষ চরিত্রে আছেন সেলিম গাতক।
ছবিতে গান থাকছে ৪টি, যার সঙ্গীত পরিচালনায় আছেন পৃথ্বীরাজ, তামিম, গেরেথ রেডফার্ন। “রেডমার্ক” প্রোডাকশনের ব্যানারে ছবিটির কাজ শুরু হয়েছে ২৫ আগস্ট।