index11

দৈনিকবার্তা-কুষ্টিয়া, ২০ সেপ্টেম্বর: মানবাধিকার সংগঠনগুলোকে দেশে বিদ্যমান আইন-কানুন সম্পর্কে পড়াশুনার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইন-কানুন না জেনে যারা বিদেশিদের কাছে ভুল রিপোর্ট দিচ্ছেন তারা দেশের ক্ষতি করছেন৷ ভুল তথ্য দিয়ে মানবাধিকার সংস্থাগুলো র্যাব-পুলিশের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে৷ এসব ভুল রিপোর্ট বাইরে দেয়া থেকে বিরত থাকুন৷

কুষ্টিয়ার ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন৷ইনু বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের অধীনে জামায়াতিদের সশস্ত্র ঘাঁটির যে খবর আসছে তা আমাদের ও পশ্চিমবাংলার মানুষের জন্য উদ্বেগজনক৷

তিনি বলেন, বাংলাদেশে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তার একটা যোগাযোগ আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে রয়েছে৷ এই জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর অন্য দেশগুলোর জন্যও বিপদজনক৷তিনি বলেন, ভারতের মাটিতে আমাদের কোনো সন্ত্রাসী যেন ঘাঁটি করতে না পারে, সে ব্যাপারে ভারত সরকারকে সতর্ক হতে হবে৷

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের সংবিধান সম্পর্কে ওয়াকিফহাল না৷ তারা দেশের ও র্যাবের আইন পড়েননি৷ র্যাবকে আইনের ঊধের্্ব রাখা হয়, নিরাপত্তা দেওয়া হয় র্যাবের আইনে এ ধরনের কোনো বিধান নেই৷ র্যাবের অনেক কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হচ্ছেন, সাজা খাটছেন৷

হাসানুল হক ইনু বলেন, একমাত্র রাষ্ট্রপতি ছাড়া সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, প্রধানমন্ত্রী কারোরই আইনগতভাবে ক্ষমতার অপব্যহারের অভিযোগ বিচার করা যাবে না এমন কোনো বিধান নেই৷ তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় পার্লামেন্ট ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে৷

অপারেশন ক্লিনহার্টে যারা নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে, তা থেকে সশস্ত্র বাহিনীকে দায়মুক্তি দিতে খালেদা জিয়া তত্‍কালীন সংসদে আইন তেরি করে গেছেন বলে দাবি করেন তথ্যমন্ত্রী৷ তিনি বলেন, শেখ হাসিনার সরকার বরং দায়মুক্তির সব বিধান খারিজ করেছে৷ পঁচাত্তরের খুনিদের দায়মুক্তির বিধান খারিজ করে বিচারে নিয়ে গেছে৷

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাঈদীর রায়ে খালেদা জিয়ার নীরবতা প্রমাণ করে তিনি জামায়াত ইসলামের প্রধান পৃষ্ঠপোষক৷ তিনি এই রায়ে মনক্ষুন্ন তাই নীরবতা পালন করে সমবেদনা জানালেন৷

ইনু বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যতই ধর্মের আলখেল্লা পড়ুক না কেন আদালতের রায় প্রমাণ করলো সে একজন খুনী এবং যুদ্ধাপরাধী৷ জামায়াতে ইসলামী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে যে হরতাল ডেকেছে তা থেকে আবারও প্রমাণ হলো তারা শুধরায়নি৷

তথ্যমন্ত্রী বলেন, একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর মুক্তির দাবিতে পক্ষ নেয়াই প্রমাণ করলো জামায়াত ইসলামী একটি যুদ্ধাপরাধীর দল তাই এই দলটিকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয়৷ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভির কুষ্টিয়া স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু৷ কিছুদিন আগে গ্রামের বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হন ফারুক ৷

ইউরোপ ও আমেরিকার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা যদি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ দেখতে চায় তবে সন্ত্রাসী, জঙ্গি ও যুদ্ধাপরাধী বর্জনের পরামর্শ দেবেন৷ কিন্তু এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে চলবে সে সম্পর্কে পরামর্শ দিতে আসবেন না৷

তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে চলবে সেটা ঠিক করবে এদেশের সরকার৷ এ ব্যাপারে আপনারা নাক গলাবেন না৷ এটা উচিত হবে না৷এসময় আরো উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ৷