দৈনিকবার্তা-জাবি, ২০ সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রুবেল রানা নামের এক শিক্ষার্থীর হামলায় আহত হয়েছেন ঢাকা মেডিক্যাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই চিকিত্সক৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের তৃতীয় সিফটের ভর্তি পরীক্ষা চলা কালে জাহানারা ইমাম হলের সামনে এ ঘটনা ঘটে৷
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মার্টাসের শিক্ষার্থী রুবেল রানা দ্রুত গাড়ি পার্কিং করতে গিয়ে ডাক্তারদের গাড়িতে ধাক্কা দেয়৷ এসময় ঢাকা মেডিক্যাল কলেজের ডা. মো. রকিবুল আলম প্রতিবাদ করলে ওই গাড়িতে থাকা ময়মনসিংহ মেডিক্যালের ডা. মো. খাইরম্নল আলমকে বেধড়ক পিটিয়ে আহত করে ঢাবি ছাত্র রুবেল রানা ৷
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাটি মীমাংসা করে৷ পরে আহত দুই ডাক্তারকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিত্সা দেয়৷ এবং আক্রমনকারী শিক্ষার্থী রম্নবেল রানাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এসে দুই চিকিত্সক আহত হওয়ায় আমরা মর্মাহত৷ তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে আমরা আক্রমণকারী শিক্ষার্থী রুবেল রানাকে পুলিশের কাছে সোপর্দ করেছি৷