দৈনিকবার্তা-ঢাকা, ১৯ সেপ্টেম্বর: দেশের শীর্ষ ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ও কঙ্বাজার জেলা প্রশাসকের উদ্দ্যেগে এবং কঙ্বাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপি “ওয়ালটন ১ম কঙ্বাজার বীচ ফুটবল টুনর্ামেন্ট-২০১৪”৷ বিকেল ৪টায় কঙ্বাজারের লাবনী পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনর্ামেন্টের উদ্বোধন করবেন কঙ্বাজার জেলা প্রশাসক মো: রম্নহুল আমীন৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শ্যামল কুমান নাথ এবং ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহরাফ হোসেন আসিফসহ অন্যান্যরা৷ উদ্বোধনী দিনে বিকেল ৪.১০মিনিটে প্রথম খেলায় মাঠে নামবে ইয়ংমেন্স ক্লাব ও মালুমঘাট ক্রীড়া সংস্থা৷ বিকেল ৫টায় দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ন্যাশনাল কঙ্ ক্রীড়া সংঘ ও ফুটবল ক্লাব মহেশখালী৷ উলেস্নখ্য, ফাইভ-এ সাইড ফুটবল টুনর্ামেন্টে ২টি গ্রম্নপে বিভক্ত হয়ে মোট ৮টি দল অংশ গ্রহন করছে৷