দৈনিকবার্তা-ঢাকা, ১৯ সেপ্টেম্বর: ভারতের সাথে বিরোধপূর্ণ সীমানত্ম থেকে চীন তাদের সৈন্য প্রত্যাহার শুরু করেছে৷ এদিকে সীমানত্ম বিরোধ নিয়ে উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার তার নয়াদিলিস্ন সফর শেষ করেছেন৷
সীমানত্ম নিয়ে অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে বিরোধ চলছে৷ উভয় দেশের পক্ষ থেকেই প্রায় নিয়মিতভাবে সৈন্যদের অপর দেশের সীমানত্ম অতিক্রমের অভিযোগ করা হচ্ছে৷খবরে বলা হয়, বুধবার শি ভারতে পেঁৗছানোর পর চীনের প্রায় ১ হাজার সৈন্য বিরোধপূর্ণ লাদাখ অঞ্চলে ঢুকে পড়ে৷ এতে উভয় দেশের সৈন্যদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে৷
বার্তা সংস্থা পিটিআইয়ের খবর নিশ্চিত করে শুক্রবার স্থানীয় এক আইন প্রনেতা জানান, চীনের সৈন্যরা বিরোধপূর্ণ ওই এলাকা থেকে চলে যেতে শুরু করেছে৷নাম প্রকাশ না করার শর্তে ওই আইনপ্রনেতা এএফপিকে বলেন, চীনের সৈন্যরা দেশে ফিরে যেতে শুরু করেছে৷