দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার ও হত্যা-গুম-খুন-লুট এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ-খুন ও বিনা বিচারে হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক হয়েছে৷ বৃহস্পতিবার এ বিতর্ক অনুষ্ঠিত হয়৷ ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশে মানবাধিকার এবং হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যাকান্ড এই সব বিষয় নিয়ে বির্তক হয়েছে৷
নির্ধারিত ডিবেট এর শিরোনাম ছিলো- হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ (২০১৪/২৮৩৪ (আরএসপি) এবং পার্লামেন্ট ও কমিশনের রম্নল ১৩৫ মোতাবেক ডিবেট অন কেইসেস অব ব্রীচেস অব হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এন্ড দ্য রম্নল..(ম্যাঙ্মিাম রুল ১৩৫) অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভুলুন্ঠিত এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে এলিট ফোর্সর্ র্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ নাগরিকদের চোখ মুখ বেধে ধরে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে লাশ না দেয়া, র্যাব বিলুপ্তি, ইলিয়াস আলীর সন্ধান ইত্যাদি দাবী নিয়ে পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্কে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে৷
৫ জানুয়ারি বিরোধী দলবিহীন নির্বাচনে ৰমতাসীন হওয়ার পর শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক অধিকারগুলো খর্ব করেছে বলে বির্তকে উঠে আসে৷ সম্প্রচার নীতিমালার কঠোর সমালোচনা করে বলা হয়েছে এটি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সঙ্গতীপূর্ন নয়৷ র্যাবের কঠোর সমালোচনা করে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷