দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: “১৯৭১: ভেতরে বাইরে” বই নিয়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব বুধবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একে খন্দকার বয়সের কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগ পত্রে উল্লেখ করা হয়, আমি অদ্য ১৭/০৯/২০১৪খ্রিঃ তারিখ থেকেই সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে সেক্টর কমান্ডার্স ফোরামের “চেয়ারম্যান” এর পদ থেকে পদত্যাগ করছি এবং অদ্য ১৭/০৯/২০১৪খ্রিঃ তারিখ থেকে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য পদ থেকে আমার নাম প্রত্যাহার করছি। বয়সের কারণে বর্তমানে উক্ত পদে থেকে ফোরামের সার্বিক দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠছে না বলেও উল্লেখ করেন তিনি।